For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

৫০ বছরে টানা ২০ বার হারার পরেও ফের প্রার্থী তিতার সিংহ

11:47 AM Nov 07, 2023 IST | Srijita Mallick
৫০ বছরে টানা ২০ বার হারার পরেও ফের প্রার্থী তিতার সিংহ
courtesy: google
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নিউদিল্লি:  ২০টি নির্বাচনে (Election)  হেরেও এবারও রাজস্থানে ভোটে দাঁড়ালেন ৭৮ বছর বয়সী তিতার সিং (Teetar Singh) । গত ২৫শে নভেম্বর রাজস্থানের (Rajasthan) বিধানসভা নির্বাচনে (Assembly Poll )আরও একবার নিজের ভাগ্য পরীক্ষা করতে ভোটে দাঁড়ালেন ১০০দিনের কাজের কর্মী তিতার । তিনি ২০টি নির্বাচনে হারার পরেও ভোটে দাঁড়ানোর কারণ নিয়ে প্রশ্ন করলে করণপুর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী বলেন,'আমি কেন লড়ব না? এই নির্বাচন হল অধিকারের লড়াই।'

Advertisement

পাশাপাশি তিতার দাবি করেন, সরকারের উচিত আমায় জমি এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়া। জানা গিয়েছে, তিতার পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু প্রতিবারই পরাজয়ের মুখোমুখি হয়েছেন। তারপরেও তিতার আবারও একই আবেগ এবং উত্সাহ নিয়ে প্রস্তুতি ২৫শে নভেম্বর নির্বাচনের জন্য। ইতিমধ্যেই নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

Advertisement

রাজস্থানের করণপুরের '২৫ এফ' গ্রামের বাসিন্দা এবং দলিত সম্প্রদায়ের সদস্য তিতার সিং জানান,১৯৭০-এর দশকে তিনি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর এই নির্বাচনের দাঁড়ানোর পেছনে মুল কারণ তাঁর মতো লোকেরা জমি বরাদ্দ থেকে বঞ্চিত। তাঁর দাবি ছিল সরকারের কাছে ভূমিহীন ও দরিদ্র শ্রমিকদের জমি বরাদ্দ করা। তাই সেই দাবিকে সামনে রেখে টানা ২০ বার নির্বাচনে দাঁড়িয়েছেন তিতার। কিন্তু কোনবারই নির্বাচনের ফলাফল তাঁর পক্ষে ছিল না এবং তিনি প্রতিবারই আমানত হারিয়েছেন।

জানা গিয়েছে ২০০৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে ৯৩৮ ভোট পেয়েছিলেন, ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ৪২৭ ভোট পেয়েছিলেন। প্রসঙ্গত,তিতারের এই নির্বাচনে দাঁড়ানোর ইতিহাস সুকুমার রায়ের 'স‍ৎপাত্র ' কবিতার মতন। কবিতায় গঙ্গারাম ১৯ বার ম্যাট্রিকে ফেল করে অবশেষে ক্ষান্ত দিয়েছিল। কিন্তু এবার গঙ্গারামকে হারিয়ে দিয়েছেন তিতার সিংহ।

Advertisement
Tags :
Advertisement