For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মুখ্যমন্ত্রীর ধমকের জের, SP-CP দের নিয়ে বৈঠক ডাকলেন DGP

এদিন রাজ্যের সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের DGP। বৈঠক ডেকেছেন কলকাতা পুলিশের কমিশনারও।
11:57 AM Jun 21, 2024 IST | Koushik Dey Sarkar
মুখ্যমন্ত্রীর ধমকের জের  sp cp দের নিয়ে বৈঠক ডাকলেন dgp
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: এক বৈঠকে, এক ধমকেই বৈঠকের বার্তা পুলিশ মহলে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে(Nabanna) বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ উগরে দেন পুলিশের শীর্ষ কর্তাদের কাছে। বিশেষ করে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যেভাবে কলকাতার(Kolkata) নানা প্রান্তে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশে যেভাবে কলকাতা আশেপাশের এলাকায় জমি জবরদখল হচ্ছে, তা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আর সেই ক্ষোভের জেরেই হোক বা ধমকের জেরেই হোক, এদিন রাজ্যের সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের(West Bengal State Police) DGP। ভবানীভবন থেকে সেই বৈঠক হবে ভার্চুয়ালি। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ADG(আইনশৃঙ্খলা)-ও। তবে কলকাতা সংলগ্ন অফিসাররা থাকবেন সশরীরে। বাকিরা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়ালি। এরই পাশাপাশি কলকাতা পুলিশের(Kolkata Police) কমিশনার(CP) এদিনই আবার বৈঠক ডেকেছেন বাহিনীর সব DC-দের নিয়ে। সেখানে মূলত জমির জবরদখল নিয়েই আলোচনা হবে।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকালের বৈঠকে কার্যত মুখ্যমন্ত্রী তাঁর যে ক্ষোভ উগরে দিয়েছেন, তা চট করে এর আগে সেভাবে দেখা যায়নি। কার্যত গতকালের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের একশ্রেনীর অসাধু মন্ত্রী, সচিব ও আমলাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বৈঠকে এদের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের তো কোনও দায়িত্ব নেই। শুধু টাকা খাওয়া কাজ। আমি ওই সব টাকা নিই না। নিতে চাই না। অফিসাররা টাকা খাবেন। আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএম-দের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি। এর দায় কার? বিএলআরও-দের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। ওদের বলুন, চাকরি থেকে ছাঁটাই করে দেব। ওদের লিভ দিয়ে দিন। কারণ ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো মাইনে দিচ্ছে। তার পরও চাই, চাই আর চাই। কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনও ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন। আর পয়সা তাদেরও অনেকেই তুলছেন।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement