OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দিঘায় নতুন জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরনো জগন্নাথ মন্দির

01:48 PM Jul 05, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দিঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরনো জগন্নাথ মন্দির। এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ। নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে ।এবার প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দিঘা সমুদ্র সৈকতে(Digha Sea Beach)। নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে। ইতিমধ্যেই রাস্তা সম্প্রসারণ এর কাজও যেমন হয়েছে, অন্যদিকে এই রথ যাত্রার পথে পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যেই সরানোর কাজ শুরু হয়েছে।মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দিঘায়। রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা।

কয়েকদিন পর রথযাত্রা(Rathyayatra) উৎসব দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মত দিঘা তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ।৭ জুলাই রবিবার রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।(Social Media) ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনও সম্ভাবনা নেই।সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতিবছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন যাতে পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম(Jagannath Dham)।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে, এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না। কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি।দিঘা সৈকত সুন্দরীর মাথায় আগামীদিনে জগন্নাথ ধাম নতুন মুকুট। দিঘা রেল স্টেশনের(Digha Rail Station) পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ। ২০১৮ সালে ২০০ কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। কাজের সূচনা হয়েছিল ২০২২ সালের অক্ষয়তৃতীয়ার দিন থেকে। এখন প্রায় শেষের পথে বলা চলে।সম্প্রতি মন্দির নির্মাণ- সহ পরিকাঠামোগত উন্নয়ের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক(DM) পূর্ণেন্দু মাজি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য প্রমুখ।দিঘায় জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রথেই হবে রথ যাত্রার উৎসব এমনটাই জানা যাচ্ছে। এবার রথযাত্রা দিঘায় হবে মহা ধুম ধাম করে।

Tags :
Digha New Jagannath TempleDigha Rathyayatra
Next Article