OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দিলীপের TET’র দিন বদলের আর্জি খারিজ হাইকোর্টে

আগামী ২৪ ডিসেম্বরই হতে চলেছে TET। ওইদিন দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
02:46 PM Dec 19, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের(State Government Aided Primary Schools) শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের(Recruitment for Teachers Post) জন্য যে TET’র আয়োজন হয় এবছর তার দিন প্রথমে ঠিক করা হয়েছিল ১০ ডিসেম্বর। কিন্তু পরে তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়। ঘটনাচক্রে বড়দিনের ঠিক আগের ওই দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কন্ঠে গীতাপাঠ’ শীর্ষক এক ধর্মীয় সমাবেশে যোগ দতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাই সেদিন প্রাথমিকে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা TET’র দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। কিন্তু মঙ্গলবার সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনেই হবে TET।  

এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন জানিয়ে দিয়েছে, TET’র দিন বদলের আর্জি মেনে নেওয়া সম্ভব নয়। কলকাতা পুলিশকে যানজট সমস্যা দূর করতে হবে। দেখতে হবে, পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়। পরিবহণ দফতরকে পর্যাপ্ত সংখ্যক বাস চালাতে হবে। কলকাতায় পরীক্ষার ৫টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। রাজ্যে মোট ৭৭৩টি কেন্দ্র রয়েছে। কলকাতা ছাড়া রাজ্যের বাকি অংশে গীতাপাঠ কর্মসূচির প্রভাব পড়বে না বলেই মনে করছে আদালত। আদালতে দিলীপের আইনজীবীর বক্তব্য ছিল, গত ১০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। পরে দিন পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়। ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মসূচি হয়েছে। তাই পরীক্ষার দিন পরিবর্তন করা হোক। এক পরীক্ষার্থীও মামলা করেন। তিনি জানান, গীতাপাঠ কর্মসূচিতে যেতে চান। তাই TET’র দিন বদল করা হোক। তাঁর আবেদনও এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। পরিবর্তে কলকাতা পুলিশ এবং পরিবহণ দফতরকে উপযুক্ত পদক্ষেপ করার কথা জানিয়েছে বেঞ্চ। উল্লেখ্য, আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে না গেলে বা এই রায়ের ওপর কোনও স্থগিতাদেশ নেমে না এলে আগামী ২৪ ডিসেম্বরই হতে চলেছে TET। ওইদিন দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে।

Tags :
Bengal BjpCalcutta High CourtDilip ghoshNarendra modiRecruitment for Teachers PostState Government Aided Primary SchoolsTET
Next Article