For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কাল থেকে রাজ্যে জেলা ও শহর ভিত্তিক শুরু হচ্ছে Job Fair

আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার থেকে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় শুরু হতে চলেছে Job Fair। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
10:30 AM Dec 04, 2023 IST | Koushik Dey Sarkar
কাল থেকে রাজ্যে জেলা ও শহর ভিত্তিক শুরু হচ্ছে job fair
Courtesy - Google and Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের জন্য জেলা ভিত্তিক Job Fair ফের শুরু হতে চলেছে আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার থেকে। কলকাতা সহ বিভিন্ন জেলায় এই Job Fair চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ভিন রাজ্যের অনেক নামী সংস্থা আসছে এই Job Fair-এ অংশ নিতে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষিতদের নাম নথিভুক্ত করা হয়েছে। Polytechnic এবং ITI থেকে বিভিন্ন কারিগরি কোর্সের Diploma ও Certificate-ধারীদের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান বা VTC’ সফল প্রার্থীরাও এই Job Fair-এ চাকরির জন্য বিবেচ্য হবেন। গতবছর জেলাভিত্তিক যেসব Job Fair হয়েছিল সেখানে কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষিত ৮ হাজারের বেশি যুবক-যুবতী চাকরি পেয়েছিলেন। এবারে এই সংখ্যা আরও বাড়বেই বলে মনে করা হচ্ছে।  

Advertisement

কারিগরি শিক্ষার ক্ষেত্রে এখন ITI, Polytechnic-গুলির পাশাপাশি VTC-গুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এখন রাজ্যে সরকারি অর্থ সাহায্যপ্রাপ্ত VTC বা Vocational Training Center’র সংখ্যা ২ হাজারেরও বেশি। এখানে উচ্চমাধ্যমিক পর্যায়ে ২ বছরের বৃত্তিমূলক কারিগরি কোর্স পড়ানো হয়। এছাড়া অষ্টম শ্রেণি উত্তীর্ণ তরুণদের জন্যও চালানো হয় নানা ধরনের কারিগরি শর্ট কোর্স। বৃত্তিমূলক শাখায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এখন ৪০ হাজারের বেশি। সাধারণ বিষয়ের পাশাপাশি কারিগরি বিষয় নিয়ে পড়েন বৃত্তিমূলক শাখার উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। চাকরির সুযোগ বেশি বলেই বৃত্তিমূলক শাখায় উচ্চমাধ্যমিক পড়ার ঝোঁকও বাড়ছে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতর সূত্রের খবর, Tata Motors, L&T-সহ অনেক নামী সংস্থা এবারের Job Fair-এ আসছে। ভিন রাজ্যেও অনেক চাকরি হচ্ছে। দক্ষিণ ভারতের দু’টি বস্ত্রশিল্প সংস্থা শ’দুয়েক চাকরি দেবে ITI প্রশিক্ষিতদের।   

Advertisement

রাজ্যের সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগের ফলেই রাজ্যে কারিগরি প্রশিক্ষিতদের কর্মসংস্থান সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত হলে আরও চাকরি দেওয়া সম্ভব। VTC-গুলি চুক্তিতে নিযুক্ত শিক্ষক ও প্রশিক্ষকদের দিয়ে বাম আমল থেকে চালানো হচ্ছে। এখানে নিয়োগের জন্য বিশেষ কমিশন গঠন করা জরুরি।’ একই সঙ্গে জানা গিয়েছে, রাজ্যে বৃহৎ ও ক্ষুদ্র তথা মাঝারি শিল্পের ক্ষেত্রে দক্ষ কারিগর জোগানের জন্য এবার রাজ্য সরকার রাজ্যজুড়ে প্রতিটি শিল্পতালুক এবং ক্লাস্টারে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ শিবির চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শিল্পতালুকগুলির প্রয়োজনীয়তা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এই কেন্দ্রগুলিতে।

সদ্য মিটেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার। তার মধ্যে বড় অংশের বিনিয়োগ আসছে ক্ষুদ্রশিল্পে। ফলে প্রয়োজন পড়বে বহু দক্ষ কারিগরের। এবার সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করছে রাজ্য সরকার। এর জন্য নবান্ন থেকে প্রতিটি জেলাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির সঙ্গেই পাঠানো হয়েছে কাজটি সহজে শেষ করার বিবরণ বা Standard Operating Procedures যাকে অনেকেই SOP নামে জানেন। সেই SOP-তে বলা হয়েছে, প্রতিটি শিল্পতালুক বা ক্লাস্টারে অন্তত দু’টি প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে। এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য মহকুমা শাসকদের মাথায় রেখে একটি করে অ্যাকশন কমিটি গড়বেন জেলাশাসকরা। প্রশিক্ষণের পাশাপাশি এই কেন্দ্রগুলির মাধ্যমে শিল্পতালুকে অবস্থিত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বৃদ্ধির কাজও চালাবে রাজ্য।  

Advertisement
Tags :
Advertisement