For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ডুয়ার্সে পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিলেন পর্যটন ব্যবসায়ীরা

03:55 PM Dec 16, 2023 IST | Subrata Roy
ডুয়ার্সে পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিলেন পর্যটন ব্যবসায়ীরা
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: এবার ডুয়ার্সে এসে পর্যটকরা শেয়ার করে গাড়িতে ভ্রমণ করতে পারবেন। এমনকি শেয়ার করে জঙ্গলে জিপসিতে করে সাফারিও করতে পারবেন। এতে করে পর্যটকদের খরচ অনেকটা কমবে। আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছেন ডুয়ার্সের(Dooars) কিছু পর্যটন ব্যবসায়ীরা। শুক্রবার সন্ধ্যায় এই নিয়ে একটি বৈঠক হয়।

Advertisement

উল্লেখ্য, পর্যটকদের পছন্দের জায়গা হল ডুয়ার্স। প্রতিবছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে আসেন। তবে বর্তমানে সবকিছুর দাম বেড়েছে । তাই খরচ বেড়েছে পর্যটকদেরও। যেকারণে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিলেন পর্যটন ব্যবসায়ীরা। এজন্য শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তির একটি বেসরকারি রিসর্টে বৈঠকে বসেন পর্যটন ব্যবসায়ীরা। যেখানে উপস্থিত ছিলেন রিসর্ট, হোম স্টে ব্যবসায়ী, মূর্তি ও চালসার ছোটো গাড়ি ও বড়ো গাড়ি ব্যবসায়ী, জিপসি ওনার্স এসোসিয়েশনের সদস্যরা। বৈঠক শেষে পর্যটন(Tourisim) ব্যবসায়ীরা জানান,আমরা চাই ডুয়ার্সে আরো বেশি পর্যটক আসুক।

Advertisement

যে কারণে আমরা সবাই মিলে এখন থেকে পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি। যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেট চার্ট(Rate Chart) করা করা হবে। যেসব পর্যটক ছোটো গাড়ি, বড়ো গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সাথে শেয়ার করতে চাইবেন, তাদের খরচ কমবে। কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন। ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দিবেন। অন্যদিকে জঙ্গলে সাফারির ক্ষেত্রেও দুজন পর্যটকের জন্য জিপসির যা খরচ, ছয়জনের ক্ষেত্রেও তা একই। আর পর্যটকরা রাজি হলে একটি জিপসিতে ছয়জনের যাওয়ার ব্যবস্থা আমরা করবো। এতেও পর্যটকদের খরচ কমবে।এখন দেখার বিষয় পর্যটন ব্যবসায়ীদের এই উদ্যোগ কতটা সফল হয় আগামী দিনে।

Advertisement
Tags :
Advertisement