For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বুকিং বাতিল হওয়ায় বছরে ২৩ লাখ টাকা আয় উবের চালকের

06:53 PM Nov 06, 2023 IST | Ayantika Saha
বুকিং বাতিল হওয়ায় বছরে ২৩ লাখ টাকা আয় উবের চালকের
Custardy: Goggle
Advertisement

আর্ন্তজাতিক ডেস্ক: এখন রোজকার ব্য়াস্ত জীবনে যাতায়াতের দ্রুত মাধ্য়ম হিসেবে অ্যাপ ক্যাবের ব্য়বহার বেড়েই চলেছে। অ্যাপ ক্যাবের(App Cab) পরিষেবা নিয়ে নিত্য ভোগান্তিতেও পরতে হয় নিত্য় যাত্রীদের। কখনও কম ভাড়া বা কখনও অনেক দূর যেতে হবে শুনে অ্যাপ ক্যাব চালকেরা ট্রিপ বাতিল করে দেন। তবে ট্রিপ বাতিল করে লাভবান(Profit) হন কিন্তু উবের চালকরা।

Advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) এক উবের চালক দাবি করেছেন, ৩০ শতাংশ ট্রিপ (ride) বাতিল করেও বছরের শেষে বেশ মোটা অঙ্কের টাকা আয় করেছেন তিনি। প্রায় ২৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ ২৮ হাজার টাকা)। ৭০ বছর বয়সি উবের(Uber) চালক বিল চালক দাবি করেন, ‘‘গাড়ির চাহিদা যখন বাড়ে, আমি কেবল সেই সময়েই গাড়ি চালাই। যে এলাকায় যখন চাহিদা বেশি হয়, আমি তখন সেই জায়গাতেই পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমি লক্ষ করেছি, শুক্র, শনিবার বিমানবন্দর চত্বরে রাত ১০টা থেকে রাত আড়াইটে পর্যন্ত গাড়ির চাহিদা তুলনামূলক ভাবে বেশি থাকে। ওই সময় বিমানবন্দর এলাকায় গাড়ি চালিয়ে আমি বাড়তি আয় করি। রাইড শুরু করার আগে আমি কায়দা করে যাত্রী কোথায় যাবেন জেনে নিই। যদি দেখি ওই এলাকায় গাড়ি নিয়ে গেলে আমার যাত্রী পাওয়ার সম্ভাবনা কম, তখন আমি রাইড বাতিল করে দিই।’’ যেই ট্রিপে একেবারেই লাভ থাকে না, সেই ট্রিপ বাতিল করে দেন উবের চালক। লাভ থাকলে তবেই ট্রিপ করেন আর ভোগান্তিতে পড়েন নিত্য় যাত্রীরা।

Advertisement

Advertisement
Tags :
Advertisement