OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গরমে ভিড় সামাল দিতে দিঘা পর্যন্ত বিশেষ ট্রেন পূর্ব রেলের

06:49 PM Apr 19, 2024 IST | Reshmi Khatun
courtesy google

নিজস্ব প্রতিনিধি : এই ভ্যাপাস গরমে ছুটি কাটাতে বাইরে যেতে চাইছেন! টিকিটের চিন্তা ভুলে যান।এবার এই গরমে যাত্রীদের ভিড় সামাল দিতে ইতিমধ্যে রেলের তরফ থেকে চালু হল স্পেশাল ট্রেন।শুধু স্পেশ্যাল নয় যাকে বলে ‘সামার স্পেশ্যাল’। এই স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছে উত্তরবঙ্গের জন্য।‌ গরমের ছুটিতে তাহলে আপনিও প্ল্যান করতেই পারেন দিঘা যাবার।গরীবের গোয়া নামে পরিচিত দিঘা।এখানে সব শ্রেণির পর্যটকরা আসেন। এখন থেকে দিঘা যাওয়া আরও সহজ এবং সস্তাও বলা যেতে পারে।ভারতীয় রেল তাই তিনজোড়া ‘সামার স্পেশাল এক্সপ্রেস’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে হল দু’জোড়া দক্ষিণ-পূর্ব রেল শাখার সাঁতরাগাছি থেকে অন্য জোড়াটি মালদা জেলার মালদা টাউন। যা মালদা টাউন স্টেশন থেকে দিঘা পর্যন্ত চলবে।

এই ট্রেনটির নম্বর হল ০২৮৯৭। এটি সাঁতরাগাছি ‘দিঘা সামার স্পেশাল’ এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে উলুবেরিয়া, বাগনান, মেছাদা, তমলুক, কাঁথি স্টেশনে নির্দিষ্ট সময়ে থেমে দিঘা পৌঁছাবে সকাল ১১ টা বাজে ৫৫ মিনিটে। অন্যদিকে ০২৮৪৭ সাঁতরাগাছি ‘দিঘা সামার স্পেশাল’ প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ন’টা বেজে দশ মিনিটে ছেড়ে একই রুটে দিঘা পৌঁছাবে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। ফিরতি পথে একই রুটে দিঘা থেকে সেই দিনই ট্রেনগুলি সাঁতরাগাছি ফিরে যাবে।

অপরদিকে আরেকটি ট্রেন মালদা টাউন। এটি মালদা থেকে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছাবে পরের দিন ভোর চারটের সময় বলে রেল সূত্রে জানা যাচ্ছে।

খুব তাড়াতাড়ি হতে চলেছে গরমের ছুটি। প্রায় প্রতিটি ট্রেনেই টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দিতে ইতিমধ্যে রেলের তরফ থেকে তাই এই ‘সামার স্পেশ্যাল বিশেষ ট্রেন’গুলি চালু করা হয়েছে।

Tags :
dighaMalda TownsatragachiSummer special train
Next Article