For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দীর্ঘ ১১ ঘন্টা জেরার পর সাহারাকাণ্ডে ইডি নিউ ব্যারাকপুরের রঞ্জিত ঘোষকে আটক করল

09:31 PM Jul 03, 2024 IST | Subrata Roy
দীর্ঘ ১১ ঘন্টা জেরার পর সাহারাকাণ্ডে ইডি নিউ ব্যারাকপুরের রঞ্জিত ঘোষকে আটক করল
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :দীর্ঘ ১১ ঘন্টা জেরার পর ইডি আধিকারিকরা নিউব্যারাকপুরে রঞ্জিত ঘোষ এর ওই আবাসন থেকে বুধবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে রঞ্জিত ঘোষকে (Ranjit Ghosh)আটক করে কলকাতায় নিয়ে যায়।কোথায় তাকে নিয়ে যাওয়া হলো তা পরিস্কার না হলেও,পরিবারের তরফ থেকে রঞ্জিত বাবুর স্ত্রী বলেন, তাকে তার অফিসে নিয়ে যাওয়া হয়,সেই অফিস কোথায় জানতে চাওয়া হলে বলেন সাহারা ইন্ডিয়ার অফিস কোথায় সেটা সবাই জানে।ইডি (ED)সূত্র মারফত খবর দীর্ঘ ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় সংস্থা ইডি আধিকারিকরা রঞ্জিত ঘোষ কে আটক করে। তদন্ত শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগে একটি প্রিন্টার মেশিন আনানো হয় এবং তারপরেই আনুমানিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সাহারা অর্থ লগ্নী কোম্পানির এই কর্মচারীকে ইডি অফিসাররা আটক করে নিয়ে যান।

Advertisement

১১ ঘন্টা ইডির জেরার পর অবশেষে আটক সাহারা ইন্ডিয়া পরিবারের প্রাক্তন ম্যানেজার রঞ্জিত ঘোষ।বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ছয় সদস্যের ইডির প্রতিনিধি দল নিউ বারাকপুর পুরসভার ৫নং ওয়ার্ডে রামকৃষ্ণ রোডে ১৭৫,মেইন রোড ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি ব্লকে চার তলায় সাহারা ইন্ডিয়া পরিবারের প্রাক্তন ম্যানেজার রঞ্জিত ঘোষের আবাসনে হানা দেয়। সাথে সিআরপিএফ এর আট জন জওয়ান আবাসনে গেটে সহ ঘরের সিড়ির সামনে মোতায়েন করা হয়েছিল।

Advertisement

আবাসন থেকে রাস্তায় বাইরে ভারত সরকারের অর্থ ও আয়কর দপ্তরের ও ইডির গাড়ির দাড়িয়েছিল।১১ ঘন্টার ধরে দফায় দফায় জেরা চলে। ঘরে ছিলেন রঞ্জিত বাবু সহ তার স্ত্রী ও একমাত্র ছেলে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে বাইরে। দু মাস হল ছেলে এসেছে বাড়িতে। এলাকায় সকাল থেকে মাঝারি বৃষ্টিতে ইডির হানা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।অবশেষে আটক রঞ্জিত ঘোষ।এই বিষয়ে ইডি আধিকারিক রা মুখ খুলতে চাননি সংবাদমাধ্যম এর সামনে

Advertisement
Tags :
Advertisement