For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাজ্যে অপরাধ সংগঠিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন রেয়াত করে না: ফিরহাদ

07:53 PM Jul 01, 2024 IST | Subrata Roy
রাজ্যে অপরাধ সংগঠিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন রেয়াত করে না  ফিরহাদ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, বিজেপি সভাপতি জেপি নাড্ডার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মেজাজ হারালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তাঁর প্রশ্ন, 'হাথরাস , মণিপুর, গুজরাত-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের ওপর কি ধরনের অত্যাচার হচ্ছে তা কি বিজেপির নেতারা চোখে দেখতে পাচ্ছেন না?' ফিরহাদের মতে, 'যাঁরা এই ধরনের মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন তাদের উচিত, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপির মুখ্যমন্ত্রী ও নেতার পদত্যাগ দাবি করা।'

Advertisement

ফিরহাদের দাবি, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Bandopadhay) আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এ রাজ্যে ক্রাইম হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং প্রশাসন তাকে রেয়াত করে না। যোগী রাজ্যের মত এখানে এনকাউন্টার না হলেও কঠোর হাতে দোষীদেরকে আইনের সামনে বা বিচার ব্যবস্থার সামনে দাঁড় করানো হয়। বিচার ব্যবস্থার নির্দেশ অনুসারেই তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। যে অপরাধ করে তার সাত দেয় না রাজ্যের প্রশাসন। চোপড়ার(Chopra) ঘটনা প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, প্রশাসন গোটা বিষয়টি দেখছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের কাছ থেকে কথা না বলে না জেনে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।অন্যদিকে,সাত সকালে মেছো ভেড়িতে বালতি ভর্তি লুকিয়ে রাখা কৌটো বোমা উদ্ধার করল পুলিশ" । পরে তা নিষ্ক্রিয় করা হল।উত্তর ২৪ পরগণার বসিরহাট(Bashirhat) মহকুমার হাড়োয়া থানা খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা। শেখ সাহেব আলী খুনের অন্যতম আসামি আক্তার হাজির মেছো ভেড়ি থেকে সোমবার সাত সকালে বিপুল পরিমাণে কৌটা বোমা উদ্ধার করল পুলিশ।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে মেছো ভেড়িতে যায় পুলিশ। সেখানে লুকিয়ে রাখা বালতি ভর্তি দশটা কৌটো বোমা উদ্ধার করে। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওখানে দুষ্কৃতীরা বোমা গুলি লুকিয়ে রেখেছে, এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য। এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই মেছোভেড়ির মালিক আক্তার হাজির বিরুদ্ধে। এর আগেও একাধিক অভিযোগ ছিল আক্তারের বিরুদ্ধে। বেশ কয়েক মাস আগে ওই এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা খুনের মামলায় তার নাম জড়িয়ে যায়। সেখান থেকে পলাতক ছিল। আবার এলাকায় ঢুকে শুরু করেছে রাহাজানি। ইতিমধ্যে পুলিশ এই বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে ।পাশাপাশি অন্যান্য মেছো ভেড়িতে কোন বোমা আছে কিনা সেটাও তল্লাশি করবে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।

Advertisement
Tags :
Advertisement