For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিষ্ণুপুরে মানুষকে সঠিক খাবার চেনাতে সুষম খাদ্য মেলার আয়োজন

05:43 PM Dec 09, 2023 IST | Subrata Roy
বিষ্ণুপুরে মানুষকে সঠিক খাবার চেনাতে সুষম খাদ্য মেলার আয়োজন
Advertisement

নিজস্ব প্রতিনিধি ,বিষ্ণুপুর: রোগ মুক্ত শরীর গড়তে চন্ডী দৌলতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিষ্ণুপুর - ১এ শনিবার শুরু হল খাদ্য মেলা(Food Festival) । কেন্দ্রও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা মোদি হাসপাতালের পক্ষ থেকে সুষম খাদ্য মেলা আয়োজন করা হয়েছিল।জেলার এই প্রথম খাদ্য মেলাতে বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসবের মধ্যে দিয়ে এই মেলা সূচনা হয় ।ফুড কমিশনার(Food Commissionar) সহ সি এম ও এইচ এবং বিধায়ক থেকে ব্লক সভাপতি ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই মেলার মূল উদ্দেশ্য ছিল মানুষকেও তার প্রকৃত আহার সম্পর্কে অবহিত করা। প্রয়োজন সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য গ্রহণ করা । সেই সকল আহার গ্রহন করলে সাধারণ মানুষ সুগার, প্রেসার ,ক্যান্সারের মত মর্মান্তিক রোগ থেকে ভালো থাকতে পারেন ।সেই সকল সুষম খাদ্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে মেলায় প্রদর্শন করে।মানুষকে প্রচারের আলোয় আনতে চান।

Advertisement

মানুষকে সচেতন করার জন্য মূলত ফাস্টফুড(Fast Food) বর্জন করার পাশাপাশি এই সকল খাদ্য গ্রহণ করলে মানুষ পুরোপুরি সুস্থ থাকতে পারবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন একাধিকজন। খাদ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানটি সকাল ন'টা থেকে বৈকাল চারটে পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই খাদ্য মেলা দেখতে বহু মানুষের সমাগম ঘটেছিল।

Advertisement
Advertisement