OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৩ দিনের ধর্মঘটে ট্যাঙ্কার চালকরা, জ্বালানি সরবরাহে ধাক্কা

এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পেট্রোল পাম্পগুলিতে বাইক, স্কুটি, গাড়ির লাইন চোখে পড়ছে পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য।
04:19 PM Jan 02, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের নয়া আইনে ক্ষোভ ছড়িয়েছে ট্রাক চালক থেকে বাস চালকদের মধ্যে। তাই এদিন থেকেই ৩ দিনের টানা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। সেই ধর্মঘটে এবার যোগ দিলেন দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার(Nationalized Oil Company) ডিপোর ট্যাঙ্কার চালকরাও(Tanker Drivers)। বাংলাতেও(Bengal) সেই ধর্মঘট(Strike) চলছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা থানার রাজবাঁধে থাকা ৩টি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা এদিন থেকে হরতাল শুরু করেছেন। আর তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালানী সরবরাহের ক্ষেত্রে বড়সড় আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি বৃহত্তর কলকাতা(Greater Kolkata) এলাকাতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তার জেরেই এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলায় জেলায় পেট্রোল পাম্পগুলিতে বাইক, স্কুটি, গাড়ির লাইন চোখে পড়ছে পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য।  

কী বলছেন ধর্মঘটে যোগ দেওয়া ট্রাক, বাস ও ট্যাঙ্কার চালকরা? তাঁদের দাবি, কেন্দ্র সরকার যে আইন এনেছে তা যদি মানতে হয় তাহলে রাস্তায় গাড়ি চালানোই যাবে না। রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম। দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে। পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা। নতুন আইনে চালকদের প্রতি অবিচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই যতদিন না কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে। 

এদিন থেকে রাজবাঁধে থাকা ৩টি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর ট্যাঙ্কার চালকরা সকাল থেকেই ধর্মঘট শুরু করেছেন। আর তার জেরে দক্ষিণবঙ্গজুড়ে জ্বালানীর সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায়। প্রভাব পড়তে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা জেলাতেও। জানা গিয়েছে রাজবাঁধে এদিন প্রায় হাজারের কাছাকাছি ট্যাঙ্কার চালকরা ধর্মঘটে যোগ দিয়েছেন। সেই সঙ্গে চলছে ডিপোর সামনে বিক্ষোভও।

Tags :
bengalGreater KolkataNationalized Oil CompanyStrikeTanker Drivers
Next Article