OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পদ্মের পথে দুই মূর্তি, টিকিট অনিশ্চিত অপর দুইয়ের

আচমকা সব ছবি বদলে দিলেন দুইজন। তাপস রায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই ছবি বদলের কোপে সজল ঘোষ আর দিব্যেন্দু অধিকারী।
12:58 PM Mar 04, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বড়ই বিচিত্র রাজনীতি। কখন কোন খেলা হয়, তা আগে থেকে বলা খুব মুশকিল। এই এখন যেমন হচ্ছে বাংলার বুকে। তীব্র জল্পনা ছড়িয়েছে, তাপস রায়(Tapas Roy) তৃণমূলের বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দিতে চলেছেন বিজেপিতে। একই সঙ্গে তিনিই নাকি ২৪’র ভোটে(General Election 2024) উত্তর কলকাতা আসন থেকে পদ্মপ্রার্থী হচ্ছেন। যদিও এতদিন জল্পনা ছিল এই আসনে বিজেপির প্রার্থী হতে পারেন কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ(Sajal Ghosh)। এখন তাপসের জন্য সেই সম্ভবনা ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবার এটাও ঘটনা আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ইস্তফা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay)। তিনিও নাকি যোগ দিতে পারেন বিজেপিতে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসন থেকে পদ্মপ্রার্থী হচ্ছেন। আর এই জল্পনা যদি সত্যি হয় তাহলে ধাক্কা খেতে চলেছেন শিশির পুত্র তথা শুভেন্দু অনুজ দিব্যেন্দু অধিকারী(Dibendu Adhikari)। কেনন তিনি এখনও সেখানকার সাংসদ। খাতায়কলমে তৃণমূলের(TMC) হলেও দিন দুই আগেই তিনি নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিজেপিতে(BJP) যোগ দেওয়ার সুযোগ পেলেই তিনি সেই দলে যোগ দেবেন। যোগ দেওয়া তো সোজা, কিন্তু ভোটে লড়াই করার টিকিট পাওয়া!

তাপস এদিন অর্থাৎ সোমবারই তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সেই ইস্তফার জন্য তিনি মূলত কাঠগড়ায় তুলেছেন উত্তর কলকাতার দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে দলের নেতৃত্বের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। ঘটনা হচ্ছে তাপসের দলত্যাগ তৃণমূলের অন্দরে বাহিরে কোনও প্রভাবই ফেলবে না। তা তিনি বিজেপিতে যোগ দিলেন বা দিলেন না, কংগ্রেসে যোগ দিলেন বা দিলেন না, ভোটে প্রার্থী হলেন বা হলেন না। কেননা বাংলা মমতাময়। সেই ছবি বদলে দেওয়ার মতো ক্ষমতা তাপসের নেই। তাই ভোটের ফলাফলেও সেভাবে ছাপ পড়বে না। বরঞ্চ তাঁর নিজের রাজনীতির কেরিয়ার কার্যত শেষ হয়ে যেতে বসেছে। নিজের পায়ে তিনি নিজেই কুড়ল মারছেন। কিন্তু তিনি যদি সত্যি উত্তর কলকাতা আসন থেকে বিজেপি প্রার্থী হন তাহলে সজলের টিকিট পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। যদিও পদ্ম নেতৃত্ব তাঁকে অন্য কোথাও থেকেও টিকিট দিতে পারে। তারপর হেরে গেলেও সজলের হাতে কাউন্সিলর পদটা থেকে যাবে। তাপসের হাতে কিন্তু কিছুই থাকবে না।

আবার একই অবস্থা দিব্যেন্দুরও। এতদিন দলের সঙ্গে বেইমানি করে তিনি পদ্মশিবিরে লুকিয়ে ছিলেন। তৃণমূলকে ক্ষতবিক্ষত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। এখন তীরে এসে তরী ডোবার উপক্রম হয়েছে। কেননা হুট করে ক্যানভাসে চলে এসেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খোদ দিব্যেন্দুর বাবা শিশির অধিকারী পর্যন্ত ইঙ্গিত দিয়ে দিয়েছেন, তমলুক থেকে ‘ভগবান’ই বিজেপি প্রার্থী হচ্ছেন। দিব্যেন্দু তো বটেই, অধিকারী পরিবারও নিশ্চিত ছিল দিব্যেন্দুই তমলুক থেকে বিজেপি প্রার্থী হবেন। কিন্তু এখন সেই ছবিটাই ঘুরে গিয়েছে। দিব্যেন্দুর আর না তৃণমূলে ফেরার মুখ আছে, না তৃণমূলে ফেরার তাঁর রাস্তা আছে। তৃণমূলও তাঁকে আর ফেরাতে আগ্রহী নয়। সেখানে তাঁকে আবারও টিকিট দেওয়ার প্রশ্ন কার্যত অবান্তর। তাহলে দিব্যেন্দু এতদিন বিজেপি পিঠ চাপড়ে আর তৃণমূলকে পিছন থেকে ছুরি মেরে পেলেনটা কী? বিজেপি তাঁকে অবশ্যই অন্য কোথাও থেকে টিকিট দিতেই পারে। কিন্তু জিতবেন কী!  

Tags :
BJPDibendu AdhikariGeneral Election 2024Justice Abhijit GangopadhaySajal GhoshTapas Roy.Tmc
Next Article