For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সংসদ চত্বর থেকে সরানো হচ্ছে গান্ধি, আম্বেদকর ও শিবাজির মূর্তি

06:55 PM Jun 06, 2024 IST | Sundeep
সংসদ চত্বর থেকে সরানো হচ্ছে গান্ধি  আম্বেদকর ও শিবাজির মূর্তি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরনো সংসদ ভবনের চত্বরে থাকা মহাত্মা গান্ধি, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর ও ছত্রপতি শিবাজি মহারাজের মর্মর মূর্তি সরানো হচ্ছে। আর ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলের কমিউনিকেশন বিভাগের প্রধান জয়রাম রমেশ ‘এক্স’ হ্যান্ডেলে খোঁচা দিয়ে প্রশ্ন ছুড়েছেন, ‘গুজরাতে ক্লিন সুইপ না পাওয়ার জন্যই কী জাতির জনকের মূর্তি সরিয়ে দেওয়া হচ্ছে।’

Advertisement

পুরনো সংসদ ভবনের প্রবেশপথের সামনেই ছিল মহাত্মা গান্ধির মূর্তি। গত কয়েক দশকে একাধিকবার শাসকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ওই মূর্তির সামনে অবস্থান ধর্নায় বসতেন বিরোধী শিবিরের সাংসদরা। অনেক আন্দোলন-ইতিহাসের সাক্ষী ওই মূর্তি। শুধু মহাত্মা গান্ধি নয়, সংসদ ভবন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছত্রপতি শিবাজি মহারাজ, সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর, সাঁওতাল নেতা বিরসা মুণ্ডা-সহ দেশের স্বাধীনতা ও সামাজিক আন্দোলনের বিশিষ্ট নেতা-নেত্রীদেরও মূর্তি রয়েছে।

Advertisement

গত বছরই স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে নয়া সংসদ ভবন চালু হয়েছে। ওই সংসদ ভবনেই শীতকালীন ও বাদল অধিবেশনও বসেছে। পুরনো সংসদ ভবনকে ‘সংবিধান সদন’ নাম দেওয়া হয়েছে।  আচমকাই সংসদ ভবন চত্বরে থাকা গান্ধি, আম্বেদকর ও ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংবিধান সচিবালয়। ওই মূর্তি সরিয়ে পুরনো সংসদ ভবনের ৫ নম্বর প্রবেশ দ্বারের কাছে থাকা লনে বসানো হচ্ছে। সূত্রের খবর, নয়া সংসদ ভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কনভয় প্রবেশের পথ প্রশস্ত করতেই গান্ধি-আম্বেদকরদের মূর্তি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Tags :
Advertisement