For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শিবরাত্রি উপলক্ষে শব্দবাজি ফেটে বিপত্তি, হাত উড়ল যুবকের

08:21 PM Mar 09, 2024 IST | Subrata Roy
শিবরাত্রি উপলক্ষে শব্দবাজি ফেটে বিপত্তি  হাত উড়ল যুবকের
Advertisement

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বাড়ির ছাদে বাজি ফাটাতে গিয়ে বিপত্তি। বাঁ হাত ক্ষতিগ্রস্ত প্রাক্তন প্রধানের ছেলের। ঘটনাটি ঘটে হাবড়ার ফুলতলা দাসপাড়া এলাকায়। জখম যুবকের নাম প্লাবন মণ্ডল। তাকে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  মছলন্দপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে প্লাবন এদিন বাড়ির ছাদে বাজি ফটাচ্ছিল। সে সময় তার হাতে বাজি ফেটে যায়। বাঁ হাতের পাঁচটি আঙ্গুলই ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Advertisement

হাবড়া থানার(Habra P.S.) অন্তর্গত ফুলতলা দাসপাড়া এলাকার ঘটনা। আহত যুবক বছর ১৮'র প্লাবন মণ্ডল। স্থানীয়রা জানাচ্ছেন, শিবরাত্রি উপলক্ষে শব্দবাজি ও আতশবাজি নিয়ে আসে । বিকেলে তা ফাটাতে গেলো হাতেই ফেটে যায় শব্দবাজি । যুবকের বাম হাতের অংশ উড়ে যায় শব্দ বাজির তীব্রতায়। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে(Habra Hospital) সেখানে অবস্থার অবনতি দেখে বারাসাত হাসপাতালে (Barasat Hospital) হস্তান্তর করা হয় এই যুবককে।

Advertisement

এটির মধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। পরিবারের সদস্যরা কিছু জানতেন না এমনটাই জানিয়েছেন আহত যুবকের বাবা। তবে গোটা বিষয় নিয়ে প্রশাসনকেই দায়ী করছেন বিরোধীরা । দত্তপুকুরের এত ঘটনার পরেও কিভাবে শব্দবাজি খুললাম খুল্লা পাওয়া যাচ্ছে বা এমন ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা ।

Advertisement
Tags :
Advertisement