For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'হীরামান্ডি', 'দো পাত্তি' থেকে 'মার্ডার মুবারক', ২০২৪ গোটা বছর জমিয়ে রাখবে নেটফ্লিক্স

গোটা বিশ্বের দরবারে এই প্লাটফর্মটি উন্মুক্ত। যাই হোক, ২০২৪ সালে যে নেটফ্লিক্স ইতিহাস রচনা করতে চলেছে, এর আভাস আগেই পেয়েছিলেন আপনারা।
05:51 PM Feb 29, 2024 IST | Sushmitaa
 হীরামান্ডি    দো পাত্তি  থেকে  মার্ডার মুবারক   ২০২৪ গোটা বছর জমিয়ে রাখবে নেটফ্লিক্স
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ওয়েবসিরিজগুলির দাপটে হলমুখী খুব একটা হন না দর্শক। ওয়েবসিরিজের নেশাতেই এখন মজে আছেন মানুষজন। আর ওটিটি দুনিয়ায় রাজ করে নেটফ্লিক্স। গোটা বিশ্বের দরবারে এই প্লাটফর্মটি উন্মুক্ত। যাই হোক, ২০২৪ সালে যে নেটফ্লিক্স ইতিহাস রচনা করতে চলেছে, এর আভাস আগেই পেয়েছিলেন আপনারা। কারণ ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে একাধিক ক্রাইম থ্রিলার এবং ওয়েব সিরিজ। জেনে নিন তালিকা, নিম্নলিখিত।

Advertisement

দো পাত্তি (DO PATTI)

Advertisement

বৃহস্পতিবার প্রকাশিত হল বহুল প্রতীক্ষিত এই Netflix ছবির টিজার। ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন কাজল এবং কৃতি শ্যানন। টিজার অনুসারে, ছবিতে প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে কাজলকে। ছবিটি সাসপেন্স, আবেগ এবং রহস্যের নিখুঁত মিশ্রণ। নেটফ্লিক্স ইন্ডিয়া বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিজারটি শেয়ার করে লিখছে, "প্রথমগুলি সর্বদাই বিশেষ হয়। একজন পুলিশ হিসাবে @কাজলের প্রথম হোক বা কৃতি স্যাননের প্রথম থ্রিলার হোক। 'দু পাত্তি' শীঘ্রই কেবল নেটফ্লিক্সে আসছে। সিনেমার বিশেষত্ব হল প্রযোজক হিসেবে নন্দিত লেখক কণিকা ধিলোন এবং কৃতি শ্যাননের আত্মপ্রকাশ। ছবিটি পরিচালনা করেছেন বিজ্ঞাপন নির্মাতা শশাঙ্ক চতুর্বেদী। উত্তর ভারতের পাহাড়ি অঞ্চল জুড়ে ব্যাপকভাবে শুটিং করা সিনেমাটি।

ডাব্বা কার্টেল (DABBA CARTEL)

ডাব্বা কার্টেল হল থানের পাঁচজন সাধারণ মহিলার একটি সিরিজ যারা ডাব্বার মাধ্যমে মাদক বিতরণ শুরু করে তাদের ব্যবসা চালিয়ে যায়। তাঁদের এই ব্যবসাই পরবর্তীতে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটি এই বছরেই মুক্তি পাবে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, শাবানা আজমি।

হীরামান্ডি (Heeramandi)

সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত হিরামান্ডির পোস্টার, টিজার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পতিতালয়ের দৃশ্য তুলে ধরা হবে ছবিতে।

ইয়ে কালি কালি আঁখে সিজন 2 (Yeh Kaali Kaali Aankhein season 2)

ইয়ে কালি কালি আঁখিন 2 এর কাহিনীও ভক্তদের রোমাঞ্চিত রাখবে।

Maamla Legal Hai

এটি নিখুঁত একটি কোর্টরুম চলচ্চিত্র।অদ্ভুত আইনজীবীদের কীর্তি তুলে ধরবে এই ছবি।

আইসি 814

অনুভব সিনহা পরিচালিত ছবিটি কান্দাহার হাইজ্যাক অবলম্বনে নির্মিত। তালেবান শাসিত আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া বিমান হাইজ্যাক সম্পর্কে কাহিনী তুলে ধরবে। যেটি ভারতীয় ইতিহাসের দীর্ঘতম হাইজ্যাকগুলির মধ্যে একটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন, বিজয় ভার্মা, মনোজ পাহওয়া, অরবিন্দ স্বামী, নাসিরুদ্দিন শাহ।

লভ রঞ্জনের ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব

লভ রঞ্জনের ওয়াইল্ড ওয়াইল্ড পঞ্জাব একদল মাতাল ছেলেদের নিয়ে তৈরি। যারা এক বন্ধুর প্রাক্তন বিয়ে ভেঙে দিলে তাঁর ব্রেকআপের প্রতিশোধ নেবে।

মার্ডার মুবারক (MURDER MUBARAK)

অনুজা চৌহানের 'ক্লাব ইউ টু ডেথ' উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এটি। যা দুর্দান্ত রহস্যে রহস্যে মোড়া। এই ছবির চরিত্রের পোস্টার নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন বিজয় ভার্মা, সারা আলি খান, করিশ্মা কাপুর।

ইয়ো ইয়ো হানি সিংয়ের তথ্যচিত্র

হিপ-হপ শিল্পী এবং র‌্যাপার, ইয়ো ইয়ো হানি সিং নিজের জীবনের কথা খুলেছেন তাঁর তথ্যচিত্রে।

খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার (Khakee: The Bengal Chapter unveiled)

খাকি: বেঙ্গল চ্যাপ্টার হবে বিশ্বাসঘাতকতা ও মুক্তির গল্প। গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি।

Advertisement
Tags :
Advertisement