For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কৃষের 'ছোট হৃতিক' এখন চক্ষু বিশেষজ্ঞ, কে মিকি ধামেজানি?

আবার ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কৃষ ছবিটিও এখন প্রতিটি ভক্তের মনে তাজা। ছবিতে জুনিয়র কৃষের ভূমিকায় অভিনয় করেছিলেন মিকি ধামেজানি, তিনি এখন কোথায়?
06:17 PM Jul 03, 2024 IST | Susmita
কৃষের  ছোট হৃতিক  এখন চক্ষু বিশেষজ্ঞ  কে মিকি ধামেজানি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার হৃতিক রোশনের সুপারহিরো ফিল্ম কৃষের কথা মনে আছে আপনাদের? ছবিটির এখনও পর্যন্ত ৩ টি সংস্করণ মুক্তি পেয়েছে। ২০০৩ সালে হৃতিকের সিনেমা 'কোই... মিল গ্যায়া', ২০০৬ সালে ছবির দ্বিতীয় সংস্করণ এবং ২০১৩ সালে ছবির তৃতীয় সংস্করণ মুক্তি পেয়েছে। আর তিনটি ছবিই বক্সঅফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। বর্তমানে আলোচনায় রয়েছে কৃষ ৪। যদিও ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেলেও কবে ছবির শুটিং শুরু হবে জানা নেই। যাই হোক, এই তিনটি ছবির মধ্যে সবথেকে আলোচনায় রয়েছে 'কোই... মিল গ্যায়া'। ছবির বয়স প্রায় ২১ বছর হয়ে গেলেও ছবির প্রতিটি কাস্টের অভিনয় এখনও মনে গেঁথে রয়েছে দর্শকের। যাই হোক, 'কোই... মিল গ্যায়া'-তে একাধিক শিশু শিল্পীরা অভিনয় করেছিলেন। কিন্তু কালের নিয়মে সবাই এখন বড় হয়ে গিয়েছে। কেউ কেউ বড় হয়ে আবার অভিনয়েই নাম লিখিয়েছেন।

Advertisement

আবার কেউ কেউ বড় হয়ে অন্য পেশায় নিজেকে যুক্ত করেছেন। আবার ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কৃষ ছবিটিও এখন প্রতিটি ভক্তের মনে তাজা। ছবিতে জুনিয়র কৃষের ভূমিকায় অভিনয় করেছিলেন মিকি ধামেজানি, তিনি এখন কোথায়? তিনি তখন যুবক। বড় হয়ে একজন চোখের সার্জন হয়েছেন। হ্যাঁ, চিকিৎসার পেশায় নিযুক্ত হয়েছেন মিকি ধামেজানি। কৃষ-এর মুক্তির ১৮ বছর পর, মিকি ধামেজানি একজন সফল চোখের সার্জন। সম্প্রতি, তিনি ইনস্টাগ্রামে হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ২০০৬ সালের চলচ্চিত্রের কিছু ক্লিপ পোস্ট করেছেন। ভিডিও শুরু হওয়ার সঙ্গে, ডক্টর মিকিকে গম্ভীর ভাব নিয়ে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গিয়েছে। পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে, কৃষের জুনিয়র কৃষের চরিত্রে তাঁর কিছু ক্লিপ দেখা গিয়েছে। এরপর তাঁকে হৃতিক রোশন এবং চলচ্চিত্রের নির্মাতা রাকেশ রোশনের সঙ্গে দেখা যায়, যেটি আরও নস্টালজিয়া করে তুলেছে ভক্তদের।

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Dr. Mickey (@dr_mickeyyy)

পোস্টের ক্যাপশনে, তিনি লিখেছেন, "অনুমান করুন আপনি আমাকে আগে দেখেছেন? ওহ, অবশ্যই আপনার আছে! আমার কাছে জুনিয়র কৃষের চরিত্রে অভিনয় করার এবং একটি ছবিতে সুপার প্রতিভাবান কাস্টের সঙ্গে কাজ করার অবিশ্বাস্য সুযোগ ছিল।" একজন শিশু অভিনেতা থেকে একজন চক্ষু সার্জন, তাঁর যাত্রা সম্পর্কে মিকি জানিয়েছেন, এটি "আশ্চর্যজনক কিছু নয়। উত্তরণটি বিস্ময়কর অভিজ্ঞতা এবং ব্যতিক্রমী শিক্ষায় পূর্ণ হয়েছে। অভিনয়ের সময় আমি যে পাঠগুলি শিখেছি তা চোখের যত্নেও তাঁর কাজকে অনুপ্রাণিত করেছিল। ভক্তরা ডক্টর মিকিকে ভালোবাসায় বর্ষণ করে লিখেছেন, "জাদু এসে তার বাবার চশমা সরিয়ে দিয়েছে এবং জুনিয়র হৃতিক চোখের ডাক্তার হয়ে গেছে।" কৃষ ছাড়াও, মিকি ইশক বিশক-এর মতো ছবিতেও কাজ করেছেন, যেখানে শাহিদ কাপুর , অমৃতা রাও, এবং শেনাজ ট্রেজারি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি বহুল জনপ্রিয় টিভি শো ঘরওয়ালি উপড়ওয়ালিতেও অভিনয় করেছিলেন।

Advertisement
Tags :
Advertisement