OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

হাওড়া-ব্যান্ডেল শাখায় নিরাপত্তায় জোর, বদল হচ্ছে সিগন্যাল পোস্ট

হাওড়া-ব্যান্ডেল শাখার রেললাইনে সিগন্যাল পোস্ট বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিগন্যাল বসানোর জন্য Two Track Cantilever ব্যবহার শুরু হল।
12:47 PM Nov 05, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের(Eastern Railway) অন্যতম ব্যস্ত শাখা হাওড়া-ব্যান্ডেল(Howrah Bandel Section)। সেখানে পাশাপাশি একাধিক লাইনে অহরহ ট্রেন ছোটে। অথচ দেশে সিগন্যাল দেখার ভুলে দুর্ঘটনার ঘটনা বাড়ছে রেলে। পাশের লাইনের ট্রেনের সিগন্যালকে নিজের ভেবে এগিয়ে গিয়ে বিপত্তি ডেকে আনার মতো পরিস্থিতি পূর্ব রেলেও ঘটেছে। ব্যস্ত শাখায় ট্রেন চালকদের সিগন্যাল দেখতে ভুল করার প্রবণতা রেলের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চালকদের এই সমস্যা কমাতে হাওড়া-ব্যান্ডেল মেন শাখার রেললাইনে সিগন্যাল পোস্ট(Signal Post) বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের জেরেই এই প্রথম সিগন্যাল বসানোর জন্য Two Track Cantilever ব্যবহার শুরু করল পূর্ব রেল।

Two Track Cantilever বসানোর লাভ কী? রেলের আধিকারিকেরা জানিয়েছেন, এই ব্যবস্থায় লাইনের পাশে থাকা খুঁটির বদলে লাইনের ওপরে মাচার মতো বসানো ইস্পাতের দ্বিস্তরীয় গার্ডার থেকে ঝুলতে থাকবে সিগন্যালের আলো। লাইনের ওপরে অনেকটা উঁচুতে সিগন্যাল থাকার ফলে তা দেখার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। পাশাপাশি, একাধিক রেললাইনের উপস্থিতি ছাড়াও লাইনে বাঁক থাকলে দূর থেকে সিগন্যাল বসানো ওই লোহার স্তম্ভ চোখে পড়বে। সেখানে আলোর সঙ্কেতের বদলও পুরনো ব্যবস্থার তুলনায় অপেক্ষাকৃত ভাল ভাবে দেখা যাবে। গত কয়েকটি রেল দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, Automatic Block Signal রয়েছে, এমন অংশে বেশি সমস্যা দেখা দিচ্ছে। ওই সব অংশে রেললাইনকে নির্দিষ্ট দূরত্বে একাধিক ভাগ করা থাকে। একটি ট্রেন নির্দিষ্ট অংশে প্রবেশ করলে অন্য ট্রেনের জন্য সেই অংশে সিগন্যাল লাল হয়ে যায়। আগের ট্রেন ওই অংশের লাইন ছেড়ে বেরোলে তবেই পরের ট্রেনের সিগন্যাল সবুজ হয়। যে সব অংশে ট্র্যাক অতিব্যস্ত, সেখানে ওই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

ওই ব্যবস্থায় সিগন্যাল নিয়ন্ত্রণের কাজ হয় পুরোপুরি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে। যে রেলপথে ওই বিশেষ প্রযুক্তির সিগন্যালিং ব্যবস্থা আছে, তার একটি নির্দিষ্ট অংশে কোনও ট্রেন ঢুকলে বা বেরোলে সঙ্গে সঙ্গে সে খবর জানিয়ে দেয় রেললাইনের গায়ে বসানো বিশেষ যন্ত্র। ওই যন্ত্রের বার্তা দেখেই সিগন্যালিং ব্যবস্থা কাজ করে। Automatic Block Signal শাখায় ট্রেনের সিগন্যালের আলোর রং ঘন ঘন বদল হয়। যা ঠিক মতো দেখে ট্রেন চালাতে বিশেষ সতর্কতা এবং দক্ষতা লাগে। সাম্প্রতিক দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে গিয়ে সারা দেশেই চালকদের Automatic Block Section-এ Signal দেখার ক্ষেত্রে দুর্বলতা সামনে এসেছে। নতুন এই ব্যবস্থা চালু করায় ট্রেন চলাচল নিরাপদ হবে বলে দাবি করেছেন রেলের আধিকারিকেরা। তাঁদের দাবি, সিগন্যাল ভাল ভাবে দেখা গেলে চালকদের মানসিক চাপ কম হবে। ফলে তাঁদের ভুল করার প্রবণতা কমবে। সার্বিক ভাবে ট্রেন চলাচলে নিরাপত্তা বাড়বে।

Tags :
Automatic Block Signal.eastern railwayHowrah Bandel SectionSignal PostTwo Track Cantilever
Next Article