OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘আজই Gateman-কে Shoot করবো’, বন্দুক হাতে স্কুল দাপালো ছাত্র

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই ছাত্রের মধ্যে ১জন আন্দুলবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইপো। ২ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
12:56 PM Jun 22, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বুকে কখনও স্কুলে ঢুকে হামলা চালিয়েছে কোনও আততায়ী, নতুবা স্কুলের কোনও পড়ুয়া এলোপাথাড়ি ভাবে গুলি চালিয়ে লাশের পর লাশ বিছিয়ে দিয়েছে। শনি সকালে বাংলা(Bengal) সেই রকমই এক ঘটনার সাক্ষী থাকল। মন্দের ভালো, গুলি চালানোর কোনও ঘটনা শেষপর্যন্ত ঘটেনি। তবে স্কুলে বন্দুক(Firearms) নিয়ে এসে Gateman-কে খুন করার হুমকি(Threat to Murder) দিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই পড়ুয়া(Student)। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) বহরমপুর সদর মহকুমার বেলডাঙা-২ ব্লকের রেজিনগর থানার(Rejinagar PS) আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে(Andulberia High School)। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ স্কুলে এসে বন্দুক হাতে সোজা ক্লাসরুমে চলে আসা নবম শ্রেনীর দুই পড়ুয়াকে আটক করেছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা বন্দুকটি আসল না নকল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় ওই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে।

জানা গিয়েছে, শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় সহপাঠীরা। অভিযোগ, বন্দুক দেখিয়ে ক্লাসের অন্য পড়ুয়াদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া। বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। স্কুলে পৌঁছন ওই ছাত্রের বাবা। খবর পেয়ে স্কুলে চলে আসে রেজিনগর থানার পুলিশও৷ শিক্ষকদের একটি অংশের দাবি, প্রাথমিক ভাবে ছাত্রের হাতে থাকা বন্দুকটি দেখে তাঁদের একনলা বন্দুক বলেই মনে হয়েছে। পুলিশ সেই বন্দুকটি উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই পড়ুয়াকেও। আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম জানিয়েছেন, ‘পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে, ওর কাছে একটি দেশি বন্দুক আছে। আমরা কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ দু’জনকে আটক করেছে। বন্দুক কোথা থেকে এল, কী ভাবে এল, তা তদন্তকারীরা খতিয়ে দেখবেন।’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরিবারের কোনও সদস্যের কাছ থেকে বন্দুকটি তারা চেয়ে এনেছিল। সহপাঠীদের ভয় দেখাতেই এই পরিকল্পনা বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, ওই বন্দুজক হাতে দুই পড়ুয়া স্কুলের অনান্য ক্লাসরুমে গিয়েও জানিয়ে আসে যে, ‘আজই Gateman-কে Shoot করবো’। স্কুলের গেটম্যানকে ওই বন্দুক দেখিয়ে মারধর করার অভিযোগও উঠেছে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই ছাত্রের মধ্যে একজন আন্দুলবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইপো। যদিও সেই ছাত্রের দাবি, ‘আমি রাস্তার পাশ থেকে পেয়েছিলাম। বন্ধুদের দেখাচ্ছিলাম। বুঝতেই পারিনি। গেটম্যানকে মারতেই চাইনি।’ যদিও স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ‘প্রার্থনা হওয়ার পর একটা ছেলে এসে আমাদের বলল স্যর একটা ছেলের কাছে পিস্তল আছে। ও বন্ধুদের দেখাচ্ছে। কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করলাম। এরপর বাথরুমে গিয়ে তল্লাশি করলাম পেলাম না। তারপর সাত আটজন শিক্ষক মিলে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের চেক করছিলাম। তারপরই পিস্তল উদ্ধার হয়।’ স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা জানিয়েছেন, ‘ওদের সঙ্গে পরশুদিন আমার ঝামেলা হয়। আমি ওদের ধরতেই আমায় মারধর করে। সেই সময় ওরা বলছিল আজই গেটম্যানকে শুট করে বাড়ি যাব।’

Tags :
Andulberia High SchoolbengalfirearmsGateman.Murshidabad DistrictRejinagar PSstudentThreat to Murder
Next Article