For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ডি কক-ডুসেনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে প্রোটিয়ারা

05:56 PM Nov 01, 2023 IST | Sundeep
ডি কক ডুসেনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে প্রোটিয়ারা
Advertisement

নিজস্ব প্রতিনিধি, পুণে: উড়ন্ত প্রোটিয়াদের সামনে সত্যিই উড়ে গেলেন কিউরা। বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন প্রোটিয়া ব্যাটাররা। কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেনের জোড়া শতরানের সুবাদে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে টেম্বা বাভুমা বাহিনী।

Advertisement

এদিন টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। সতর্কভাবেই খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। নবম ওভারে বল করতে এসে বাভুমাকে (২৪) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। মনে হচ্ছিল, প্রথম পওয়ার প্লে-তে পাওয়া সাফল্যকে হাতিয়ার করে প্রোটিয়াদের চেপে ধরবেন কিউই বোলাররা। কিন্তু কোথায় কী? দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেন। দুজনের নির্দয় আক্রমণে দিশেহারা হয়ে পড়েন ম্যাট হেনরি-টিম সাউদির মতো বোলাররা। চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ শতরান তুলে নিয়ে কুমার সঙ্গকারার ২০১৫ সালে গড়া রেকর্ড ভেঙে দেন ডি কক।

Advertisement

শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেটে ২০০ রান যোগ হওয়ার পরে ডি কককে ফিরিয়ে দেন টিম সাউদি। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। ডি কক ফিরতেই তাণ্ডব চালাতে শুরু করেন ডুসেন। জেমস নিশাম-রাচিন রবীন্দ্রদের তুলোধনা করে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান তুলে নেন। ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে দলকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৪৫ ওভার পেরিয়ে যাওয়ার পরে হাত খুলে খেলতে থাকেন ডেভিড মিলারও। শেষ পর্যন্ত ৪৮ তম ওভারের প্রথম বলে বিধ্বংসী ডুসেনকে থামান টিম সাউদি। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৯টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১৩৩ রান করেছেন ডুসেন। তৃতীয় উইকেটে মাত্র ৪৩ বলে ৭৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। ডুসেন ফিরে যাওয়ার পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে ১৬ বলে ৩৫ রান যোগ করেন ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেন। ২৯ বলে অর্ধশতরানে পৌঁছনোর পরেই সাজঘরে ফেরেন মিলার (৫৩)।   

Advertisement
Tags :
Advertisement