OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দশ বছরে যদি কিছু করে থাকি, তাহলে ভোট দিন, প্রচারে জানালেন দেব

08:08 PM Mar 18, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : গত দশ বছরে যদি কাজ করেছি বলে মনে হয়, তাহলে আমাকে ভোট দিন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভোট প্রচারে গিয়ে এই কথাই বললেন দুই বারের সাংসদ ঘাটাল কেন্দ্রের প্রার্থী দেব। সেইসঙ্গে অকপটে তাঁর স্বীকারোক্তি, মানুষের ভালো করার জন্যই তাঁর নির্বাচনী ময়দানে আসা। তাই আর না করতে পারিনি।

ইতিমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার পুরোদমে শুরু করে দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। পাশকুঁড়ার পর এদিন দাসপুরে যান দেব। সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেইসঙ্গে যোগ দেন বিভিন্ন প্রচারসভাতেও। ভোট প্রচারে এসে এদিন দুই বারের সাংসদ স্পষ্টত জানান, ‘যদি মনে হয়, গত ১০ বছরে আমি কাজ করেছি, তাহলে আপনারা জানেন আগামী ২৫ মে কাকে ভোট দিতে হবে।‘ এরপরে দেব যোগ করেন, ‘দাসপুরের মানুষ রাজনীতি ভালোই বোঝেন। আপনাদের আর রাজনীতি শেখাতে হবে না। আমি সবসময় মানুষের ভালো করার চেষ্টা করেছি। কখনও একটা টাকাও নেইনি। যদি মনে হয় কাজ করেছি, তাহলে আপনারাই ঠিক করবেন কাকে ভোট দেবেন।‘

লোকসভা ভোটে প্রার্থী হবেন কিনা, তা নিয়ে প্রার্থী ঘোষণার হওয়ার অনেক আগে থেকেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, এবারে প্রার্থী নাও হতে পারেন দেব। তবে এরপর দেবের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের কিছুদিন পরই আরামবাগের জনসভায় তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রজেক্ট রাজ্য সরকার নিজের টাকাতেই করছে। এরপরই শোনা যায় ঘাটাল কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন দেব। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব নেওয়ায় তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান দেব। এদিন নির্বাচনী প্রচারে গিয়ে ঘাটালের উন্নয়নের কথাই তুলে ধরলেন তিনি।

Tags :
DebghatalLoksabha Election 2024Politics.west midnapur
Next Article