For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো

06:23 PM Mar 10, 2024 IST | Subrata Roy
ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জল্পনার অবসান। লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে, জনগর্জন সভাতে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা অভিষেকের। ঝাড়্গ্রাম লোকসভার তৃনমূল কংগ্রেসের দলীয় প্রার্থী নির্বাচিত হন কালীপদ সোরেন। কালীপদ সোরেনের ওপরে ভরসা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ঝাড়গ্রাম লোকসভা আসনে নতুন প্রার্থী নিয়ে ময়দানে নেমে কতটা লড়াই হবে সেই দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Advertisement

ঝাড়গ্রামের(Jhargram) ১৭ নম্বর ওয়ার্ডের ভরতপুরের বাসিন্দা কালীপদ সোরেন। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য গত বছর পেয়েছেন পদ্মশ্রী। তিনি ঝাড়গ্রামের বিখ্যাত সাঁওতালি ভাষার কবি, সাহিত্যিক । যদিও তিনি জঙ্গলমহলে খেরওয়াল সোরেন নামে পরিচিত। জঙ্গলমহলে অতি পরিচিত মুখ তিনি। তাঁর সমাজ সচেতনতা মূলক লেখালেখির জন্য বহু পুরস্কার পেয়েছেন। সাঁওতালিতে অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন।

Advertisement

এছাড়া সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার,সাধুরাম চাঁদ মুমু স্মৃতি পুরস্কার পেয়েছেন। নাটক, কবিতা, রম্য রচনা সহ বিবিধ ক্ষেত্রে তার বিচরন। ৩১ টি নাটক, ২ দুটি গল্পের বই,একটি গানের বই,রম্য রচনা একটি ইতিমধ্যে প্রকাশিক হয়েছে। তিনি লেখার মধ্য দিয়ে সামজিক নানা বিষয় গুলি তুলে ধরেন। এবার তাই ঝাড়গ্রামে এই প্রার্থীকে দাঁড় করিয়ে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস।

Advertisement
Tags :
Advertisement