For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঝাড়গ্রামের মানিকপাড়া ফাঁড়িতে পুলিশের বিরুদ্ধে নাবালক ছাত্রকে মারধরের অভিযোগ ,প্রতিবাদে অবরোধ

07:46 PM Jun 29, 2024 IST | Subrata Roy
ঝাড়গ্রামের মানিকপাড়া ফাঁড়িতে পুলিশের বিরুদ্ধে নাবালক ছাত্রকে মারধরের অভিযোগ  প্রতিবাদে অবরোধ
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে সাধারণ মানুষের বন্ধু হিসেবে পরিচিত পুলিশের অন্য রূপ ধরা পরল।নাবালক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া(Manickpara) যাতায়াতের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। শনিবার অবরোধের ফলে স্থানীয় যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ঝাড়গ্রাম, মানিকপাড়া কাজে যাতায়ত করা লোকেরা সমস্যায় পড়ে। মাঝ পথে আটকে থাকেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, মানিকপাড়া এলাকার রাসুশা গ্রামের বাসীন্দা দশম শ্রেনীর এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মানিকপাড়া ফাঁড়ি(Manickpara Fari)র পুলিশ।

Advertisement

সারাদিন আটকে রেখে মারধোর করে বিকেলে ছাড়া হয়। বাড়ি ফিরে ছাত্রটি হাটতে না পারলে তাকে চিকিৎসার জন্য মানিকপাড়া হাসপাতালে(Manickpara Hospital) নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ ফাঁড়িতে নিয়ে গিয়ে অত্যাচারের ফলে ঐছাত্র ঠিকভাবে হাঁটা চলা করতে পারছে না। শুধু সন্দেহের বসে কোনো নাবালককে এভাবে আটকে মারধোরের প্রতিবাদে শনিবার সকাল থেকে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। তাদের দাবি দোষি পুলিশদের অবিলম্বে শাস্তি দিতে হবে। অশান্তি এড়াতে অবরোধ স্থলে পুলিশ মোতায়ন করা হয়। দীর্ঘ আলোচনার পর আহত ছাত্রের চিকিৎসার ভার পুলিশের পক্ষ থেকে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।

Advertisement

এদিকে,শনিবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানা(Shyampur P.S.) এলাকার গড়চুমুক ফাঁড়ির অন্তর্গত বেলারি নদীর ধারে ঝাউবাগান এলাকায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ছাত্রের নাম অনিত বাগ। সে ক্লাস নাইনের ছাত্র ও পালপাড়া গোবিন্দ জিউ হাইস্কুলে পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পর অনিত ও আরো তিন বন্ধু মিলে সাইকেলে চেপে ভাগীরথী নদীতে যায় এবং ভাগীরথী নদীতে স্নান করার সিদ্ধান্ত নেয়। স্নান করতে গিয়ে চার জনই তলিয়ে যায়। এলাকার লোকজন ও মাঝিরা তিনজনকে উদ্ধার করলেও অনিতের খবর পাওয়া যায়নি। অনিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। এই ঘটনায় উদ্বিগ্ন অনিতের পরিবার।

Advertisement
Tags :
Advertisement