OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

জঙ্গলমহলে অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ

07:48 PM Mar 17, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে অসুস্থ এক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুকড়াখুপি এলাকা থেকে অসুস্থ এক ভবঘুরে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল সাঁকরাইল থানার(Sakrail P.S.) পুলিশ। কুকড়াখুপি এলাকায় অজ্ঞান অবস্থাতে এক বৃদ্ধা মহিলা ওই এলাকার এক গৃহস্থের বাড়ির উঠানে পড়েছিল। ওই ঘরের মালিক সহ গ্রামবাসীরা সাঁকরাইল থানায় খবর দেয়। পুলিশ শনিবার রাতেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।

পুলিশ সূত্রে জানা গেছে, ভবঘুরে মহিলার নাম সন্ধ্যা হাতি(Sndhya Hati)। বাড়ি সাঁকরাইলের রগড়া এলাকায়। জানা গিয়েছে, বৃদ্ধা মহিলার কপালে পোকা হয়েছে তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্থানীয় ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রবিবার ঝাড়গ্ৰাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Jhargram Hospital) স্থানান্তরিত করেন।জানা গিয়েছে, মহিলাটি শনিবার রাতে কুকড়াখুপি এলাকায় অসুস্থ ভাবে পড়েছিলেন দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাঁকরাইল থানার পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। সাঁকরাইল থানার ওসি(OC) ধীরাজ মাহাত র এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।

সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত(Dhiraj Mahato) বলেন, ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার পরিবারে কেউ নেই। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। সাঁকরাইল থানার পক্ষ থেকে ওই বৃদ্ধার চিকিৎসার জন্য সমস্ত খরচ বহন করা হবে বলে সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ওই বৃদ্ধা মহিলা বরাবর এলাকায় ঘোরাঘুরি করেন। ওনার পরিবারে কেউ না থাকায় সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে উনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত জানান। জঙ্গলমহলে প্রশাসন একের পর এক জন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করায় খুশি আমজনতা ।

Tags :
Jhargram PoliceSakrial Police
Next Article