For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জার্মানির বিদেশ মন্ত্রীকে চুমু খেয়ে বিপাকে ক্রোয়েশিয়ার মন্ত্রী

05:47 PM Nov 06, 2023 IST | Ayantika Saha
জার্মানির বিদেশ মন্ত্রীকে চুমু খেয়ে বিপাকে ক্রোয়েশিয়ার মন্ত্রী
custardy: Goggle
Advertisement

আর্ন্তজাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার বার্লিনে(Berlin) বসেছিল ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন(European Union summit)। সেই বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রীরা দলগত ছবি তোলার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় ঘটে এক চমকপ্রদ ঘটনা, যা নেটপাড়ায় ভাইরাল হতেই শুরু হয় ব্য়াপক সমালোচনার ঝড়।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে জার্মানির বিদেশ মন্ত্রীকে (German Foreign Minister) চুমু (Kiss) খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মুখে পড়েন ক্রোয়েশিয়ার বিদেশ মন্ত্রী (Croatia Foreign Minister)। X হ্য়ান্ডেলে ভাইরাল ভিডিওতে দেখা যায়, জার্মান মন্ত্রীকে দেখে প্রথমে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মন্ত্রী। তাররেই তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যান ক্রোয়েট নেতা গর্ডান গ্রিলিক-রাডম্যান। কিন্তু সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেন জার্মান মন্ত্রী আনালেনা বেয়ারবক। ফলে তাঁর গালে চুমু খান ক্রোয়েট নেতা। এতে কিছুটা বিব্রত হওয়ার পর হাসিমুখে পরিস্থিতি সামাল দেন জার্মানির বিদেশ মন্ত্রী।  

Advertisement

এই ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই ব্য়াপক নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় ক্রোয়েশিয়ার বিদেশ মন্ত্রীকে। এই ঘটনায় সরব এক বিশিষ্ট ক্রোয়েট নারী অধিকার কর্মী রাদা বোরিচ। তিনি বলেন, ক্রোয়েশিয়ার মন্ত্রী প্রোটোকল জানেন না। কারণ ‘উষ্ণ অভিবাদন’ এমন লোকদের সঙ্গে হওয়া উচিত যাদের সঙ্গে আপনার এমন সম্পর্ক রয়েছে, যা চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয়। কিন্তু এটি স্পষ্ট যে, এখানে এ ধরনের কোনো সম্পর্ক নেই। দেশ-বিদেশের বিভিন্ন সমালোচনার মুখে পরে শেষ পর্যন্ত গত শনিবার ক্ষমা চান ক্রোয়েট বিদেশ মন্ত্রী। এক স্থানীয় দৈনিক সংবাদপত্রে তিনি জানিয়েছেন, ‘আমরা মন্ত্রীরা সবসময় একে অপরকে আন্তরিকভাবে অভিবাদন জানাই। কিন্তু কেউ যদি এই ঘটনায় খারাপ কিছু দেখে থাকেন, তাহলে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী।' তবে এ বিষয়ে কোনও মন্তব্য় করেনি জার্মানির বিদেশ মন্ত্রী আনালেনা বেয়ারবক।

Advertisement
Tags :
Advertisement