For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কোন্নগরের কানাইপুর এলাকায় শিশু খুনের মোটিভ খুঁজছে পুলিশ

09:42 PM Feb 17, 2024 IST | Subrata Roy
কোন্নগরের কানাইপুর এলাকায় শিশু খুনের মোটিভ খুঁজছে পুলিশ
Advertisement

নিজস্ব প্রতিনিধি,হুগলি:বাড়িতে পরে রয়েছে রক্তাত্ব মৃতদেহ, আট বছরের শিশুর মৃত্যুর ঘটনায়চাঞ্চল্য কোন্নগরের (Konnagar)কানাইপুর এলাকায়। রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এত ছোট বয়সের একটি বালকের প্রতি কেন এত প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তার কারণ জানতে চাইছে পুলিশ। নিহত বালকের স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে তার মনোমালিন্যতা ও মারামারির ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে কোন যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।কানাইপুর(Kanaipur) আদর্শনগর ইংলিশ রোড এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে। কুপিয়ে খুন করা হয় ৮ বছরের বালককে।

Advertisement

সাইকোপ্যাথ কিলিং এর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার ভর সন্ধ্যেবেলা নিজের ঘরেই কুপিয়ে খুন হতে হল এক চতুর্থ শ্রেণীর ছাত্রকে। ঘটনার তদন্ত শুরু করেছেন চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে পড়া সোনা করছিল চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা(Snehanshu Sharma)। তার বাবা পঙ্কজ শর্মা(Pankaj Sharma) কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিক এর দোকানে কাজ করেন। সন্ধ্যেবেলা নিজের ঘরেই প্রতিদিনের মতন পড়াশোনা করছিল বাচ্চাটি। তার ঘরে টিভি ও চলছিলও। তার পাশের বাড়ির খুড়তুতো বোন তাদের বাড়িতে ঢুকলে সেখানেই সে দেখতে পায় বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

Advertisement

পার্শ্ববর্তী লোকেরা তার বাড়িতে আসে। সেই সময় দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে তৎক্ষণা নিয়ে যাওয়া হয় হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর, ঘরে যখন তারা পৌঁছান তারা দেখতে পান গোটা ঘর রক্তাক্ত। ছেলেটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মৃত বাচ্চাটির বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয়।শনিবার সকালে দেখা যায় এলাকা থমথমে, উত্তরপড়া থানার(Uttarpara P.S.) পুলিশ ওই বাড়িতে তদন্তে যায়। খুনি একজন নাকি একাধিক, খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement
Tags :
Advertisement