OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

উত্তরবঙ্গ রাজ্য বাজেটে কী পেল, দেখে নিন

উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল, বনজঙ্গল থেকে নগর, রাস্তা থেকে সেতু মায় জমির পাট্টাও গুরুত্ব পেয়েছে ২০২৩-২৪ সালের রাজ্য বাজেটে।
05:59 PM Feb 15, 2023 IST | Koushik Dey Sarkar

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে বিজেপি(BJP)র উত্থান উত্তরবঙ্গের(North Bengal) গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কেননা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁরা যেমন সেখানকার ৮টি আসনের মধ্যে ৭টিতেই জয়ী হয়েছিল তেমনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টি আসনে জয়ী হয়। যদিও সেই নির্বাচনের পরে হওয়া শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন কিংবা শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে বিজেপিকে মুখ থুবড়ে পড়তেও দেখা গিয়েছে। এমনকি পুরসভা নির্বাচনেও তাঁরা আর কোনও ভেলকি দেখাতে পারেনি। কিন্তু সেই নির্বাচনের পরেও বিজেপির একের পর এক নেতা, সাংসদ, বিধায়ক যেমন রাজ্য ভাগের দাবি তুলছে তেমনি তাঁরা বার বার সরব হয়েছে উত্তরবঙ্গ বঞ্চিত থাকছে। বুধবার ছিল রাজ্য বাজেট। এদিন সেই বাজেটেই(State Budget) কিন্তু উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে।

আরও পড়ুন লক্ষীর ভাণ্ডার প্রাপকদের ৬০ বছর পার হলেই মিলবে বার্ধক্য ভাতা

এদিনের বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জন্য ৮২৩.২৯ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে। এই টাকা উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদে বাকি ৫১টি বিধানসভা কেন্দ্রের জন্য বরাদ্দ হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জন্য ১৩ হাজার ৬৮৬.০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রে জানা গিয়েছে ওই টাকার মধ্যে প্রায় ৫০ কোটি টাকা পাহাড়ের উন্নয়নের জন্য বরাদ্দ হতে পারে। রাজ্যের বন দফতরের জন্য এবারের বাজেটে বরাদ্দ হয়েছে ৯৭৬.২১ কোটি টাকা। এই টাকারও প্রায় ৬০ শতাংশ টাকা উত্তরবঙ্গের জন্য খরচ করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতরের জন্য ২ হাজার ২৪২.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখান থেকেও একটা বড় অংশের টাকা বরাদ্দ হবে উত্তরবঙ্গের জনজাতিদের নানা উন্নয়নমূলক প্রকল্পের জন্য। এর বাইরেও রাজ্যের প্রায় প্রতিটি দফতরের বরাদ্দও পাবে উত্তরবঙ্গের জেলাগুলি। তার মধ্যে যেমন গ্রামীণ রাস্তা থাকছে তেমনি থাকছে পাকা রাস্তা ও সেতু নির্মাণের মতো বিষয়গুলিও। আছে স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ও।

আরও পড়ুন পর্যটন শিল্পের বিকাশে ৪৯১.৬৬ কোটি টাকা বরাদ্দ বাজেটে

তবে এদিনের বাজেটে পাহাড়ের চা-বাগানের শ্রমিকদের(Tea Garden Labour) জন্য বড় বার্তা দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পাহাড়ের নানা চা-বাগানে দীর্ঘদিন ধরে যে সব শ্রমিক পরিবার বসবাস করছে সেই পরিবারকে এবার তাঁদের বাসভূমির জমির পাট্টা প্রদান করবে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে চা-বাগানের শ্রমিকেরা এই দাবি তুলে আসছিলেন। এবার সেই দাবিকেও মান্যতা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই লক্ষ্যপূরণের জন্য ইতিমধ্যেই পাট্টা বিলির ক্ষেত্রে বন্ধ ও লিজ়ের মেয়াদ পেরনো বাগানকে চিহ্নিত করেই কাজ শুরু করেছে প্রশাসন, যাতে কোনও আইনি জটিলতা বাধা না হয়। তা ছাড়া, বাগানের বস্তি এলাকাগুলিতেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের দু’টি বাগানে এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে। পাহাড়ে ওই দু’টি বাগান হল ধোত্রে এব‌ং সিমরিকপানি। একই সঙ্গে এটাও জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে সময় তাঁর হাত দিয়েই পাট্টা বিলির কাজ শুরু হয়ে যাবে।

Tags :
BJPMamata Banerjeenorth bengalState BudgetTea Garden Labours
Next Article