For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সমস্ত সাহসিকতার বাঁধ ভাঙল 'লাভ সেক্স অউর ধোকা ২' , প্রকাশ্যে ছবির টিজার

টিজারটি শুরু হয়েছে একটি ডান্স রিয়েলিটি শোয়ের আঙিনা থেকে। যেখানে দেখা যাচ্ছে, দুইজন প্রতিযোগী নাচতে নাচতেই নিজেদের মধ্যে চুম্বনে রত হয়ে গিয়েছে।
05:17 PM Apr 01, 2024 IST | Sushmitaa
সমস্ত সাহসিকতার বাঁধ ভাঙল  লাভ সেক্স অউর ধোকা ২    প্রকাশ্যে ছবির টিজার
Advertisement

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৪ বছর, মুখের কথা নয়! ১৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল। আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গিতেও ছবিটির যথেষ্ট প্রভাব পড়েছিল। সমাজের সকল স্টেরিওটাইপ এক্কেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল একতা কাপুর প্রযোজিত 'লাভ সেক্স অউর ধোকা'-ছবিতে। অবশেষে ১৪ বছর অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে 'লাভ সেক্স অউর ঢোকা'-র ফ্র্যাঞ্চাইজি। 'লাভ সেক্স অউর ধোকা' মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ছবিটির সিক্যুয়েলের বিষয়টি ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনার বাঁধ ভেঙেছিল।

Advertisement

অবশেষে ছবির টিজার প্রকাশ্যে আনল নির্মাতারা। টিজারেই সমস্ত সাহসীকতার বাঁধ ভাঙল এই ছবি। ১ এপ্রিল দুপুরে বহু প্রতীক্ষিত লাভ, সেক্স অর ধোকা 2-এর টিজার প্রকাশ্যে এল। ২ মিনিট ১৩ সেকেন্ডের টিজারটি দেখে বোঝা যাচ্ছে, ছবিটি ইন্টারনেটের আধুনিক যুগে প্রেম এবং বিশ্বাসঘাতকতার পরিণতির মুখোমুখি-সহ তিনটি সমান্তরাল গল্প তুলে ধরবে। টিজারটি শুরু হয়েছে একটি ডান্স রিয়েলিটি শোয়ের আঙিনা থেকে। যেখানে দেখা যাচ্ছে, দুইজন প্রতিযোগী নাচতে নাচতেই নিজেদের মধ্যে চুম্বনে রত হয়ে গিয়েছে।

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যা দেখে হতবাক বিচারকরা। আসলে এই রিয়েলিটি শোয়ের পিছনে প্রকৃত বাস্তবতা তুলে ধরবে সিনেমাটি। টিজার রিলিজ সম্পর্কে ছবির টিম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, "গলে যাওয়া সহজ, প্রতিরোধ করা কঠিন....এলএসডি 2 কা পেহলা ডোজ।" যদিও লাভ সেক্স অর ঢোকা 2 টিজার প্রকাশের আগে, পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, লাভ সেক্স অর ঢোকা-এর সিক্যুয়াল আরও সমস্ত সাহসিকতার বাধ ভাঙবে। টিজারে তুষার কাপুর, মৌনি রায়, উরফি জাভেদ, অনু মালিক, এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে, যাঁরা ছবির গুরুত্বপূর্ণ অংশ। একতা কাপুর এবং শোভা কাপুর দ্বারা সমর্থিত, ছবিটি ১৯ এপ্রিল, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement
Tags :
Advertisement