OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৬২৮ বছরের পুরনো মাহেশের জগন্নাথের রথযাত্রার রেকর্ড পরিমান পুণ্যার্থীর ভিড়

03:36 PM Jun 22, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,মাহেশ ও তমলুক: ৬২৮ বছরের মাহেশের রথযাত্রা হবে এবার সকাল থেকে । রথযাত্রা হবে ৭ ই জুলাই । শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নানমঞ্চে রাখা হবে অগনিত ভক্তদের দর্শনের জন্য । অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় । এ বার 'মোক্ষ যোগ' থাকায় দিনভর তিন বিগ্রহকে স্নানমঞ্চেই রাখা হয়েছে । এর আগে স্নানযাত্রায়(Sananyatra) ‘মোক্ষ যোগ’ ছিল ১৯৭৭ সালে, অর্থাৎ, ৪৭ বছর আগে। সে বার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল পৌনে ছ’টায় । এ বার, স্নান শুরু হয়েছে সকাল ৬টা ২০ মিনিটে।

জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে স্নানমঞ্চে নিয়ে গিয়ে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় । বিশ্বাস ওই পরিমাণ দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে । অন্যান্যবার তাই তিন স্নানের পর তিন বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পরে তাঁরা সুস্থ হন। যদিও, মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বার স্নানযাত্রার ‘মোক্ষ যোগ’ রয়েছে। সেই কারণেই জগন্নাথ -বলরাম -সুভদ্রাকে দিনভর স্নানমঞ্চেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শনিবার দিনভর পুজোর পাশাপাশি ভোগ নিবেদন হবে। সেইমতো স্নানমঞ্চে এবং মাঠে সাজোসাজো রব । অন্যদিকে,তমলুকের(Tamluk) ৫০০ বছর পুরোনো গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পালিত হল স্নান যাত্রার অনুষ্ঠান।

তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে সারম্বরে পালিত হল স্নান যাত্রা অনুষ্ঠান। কথিত আছে গৌরাঙ্গ মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন।এই মন্দিরে জগন্নাথ দেব দারকব্রহ্ম রূপে প্রতিষ্ঠিত শনিবার সকাল থেকে পুজো শুরু হয়, পঞ্চামৃত স্নান, এবং সপ্ত তীর্থর জল দিয়ে স্নানের পরে জগন্নাথ গজানন বেশ ধারণ করে,এর পরে ৫৬ ভোগ দিয়ে স্নান যাত্রার পরিসমাপ্তি হয় বলে জানান মহাপ্রভু মন্দিরের সেবাইত।

Tags :
Mahesh Jagannath SnanyatraRatha JatraTamluk Jagannath Snanyatra
Next Article