OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ব্রিগেডে মমতার আশ্বাস, ‘আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না’

NRC-CAA করতে দেব না। আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। আমরা কাউকে পাঠাতে দেব না। আমরা শেল্টার দেব - আশ্বাস মমতার।
05:05 PM Mar 10, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: বিজেপিকে(BJP) তিনি এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। এটা নিয়ে সবাই একমত। সেই লড়াই বজায় রেখেই ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার অগ্নিকন্যা সাফ জানিয়ে দিলেন দেশের সরকার তিনি বদলেই ছাড়বেন। একই সঙ্গে আশ্বাস দিলেন, কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকার লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে যতই গায়ের জোরে NRC-CAA লাগু করার চেষ্টা করুক না কেন, বাংলার মাটিতে সেসব হতে তিনি দেবেন না। তাঁর সাফ বক্তব্য, ‘NRC-CAA করতে দেব না। আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না।’ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিনের বিগেড সভা থেকে সেই মমতা নাম না করেই আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদিকে। আবার আশ্বাসও দিয়েছেন আবাসের উপভোক্তাদের। জানিয়েছেন ১ মে’র মধ্যে কেন্দ্র সরকার আবাসের টাকা না দিলে বাংলার ১১ লক্ষ পরিবারকে রাজ্য সরকারই বাড়ি করে দেবে।

এদিন মমতা জানিয়েছেন, ‘১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার। বাংলার ৫৯ লক্ষ বঞ্চিত মানুষকে আমরাই টাকা দিচ্ছি। টাকা না দিয়েই বলছে যে তৃণমূল টাকা খেয়ে নিয়েছে। আরে টাকাটাই তো দাওনি, খাবে কী? আমি বলছি যে কিছু অফিসারের কথা শুনে বলছেন মোদিবাবু। ঠিক আছে। কিন্তু তথ্যটা যাচাই করে নিন। আমরা ৪৩,০০০ বাড়ি তৈরি করে দিয়েছিলাম। কিন্তু দু'বছর টাকা বন্ধ করে রেখেছে। যদি পয়লা মে'র মধ্যে টাকা না দেয় কেন্দ্র, তাহলে আমরাই বাড়ি তৈরি করে দেব। ১১ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। দু'তিনদিন পর থেকেই রাস্তায় নামবে ইডি। কিন্তু ভয় পাবেন না। সিজার লিস্ট চাইবেন। যে মেট্রোটা এসে উদ্বোধন করছেন, ওটা আমার করে দেওয়া, টাকা আমি দিয়ে গেছি। আপনি তো শুধু ফিতে কেটে গিয়েছেন। ভোটের আগে আধার কার্ড বাতিল করে দিচ্ছিল। আমার গর্জন শুনে থমকে গিয়েছে। নির্বাচনের পরে 'ক্যা' টা 'ব্যা' করে দেবে। ব্যাক-আউট করে দেবেন। ওপার বাংলায় পাঠিয়ে দেবে। আমরা কাউকে পাঠাতে দেব না। আমরা শেল্টার দেব।’

Tags :
BJPGeneral Election 2024Mamata BanerjeeNarendra modiNRC CAA
Next Article