OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘ক্যা বিজেপির ছলনা, কারও ক্ষতি হলে রুখে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস’, আশ্বাস মমতার

ক্যা হল বিজেপির ছলনা। কারও ক্ষতি হলে রুখে দাঁড়াবে তৃণমূল। কোনও বৈষমাই আমরা মানি না। CAA বা Citizenship Amendment Act নিয়ে আশ্বাস মমতার
06:03 PM Mar 11, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে তীব্র জল্পনা। এদিন অর্থাৎ ১১ মার্চ থেকেই দেশজুড়ে লাগু হয়ে যাচ্ছে CAA বা Citizenship Amendment Act যা ২০১৯ সালে তৈরি করা হয়েছে। কিন্তু সেই আইন তৈরির পরেও তা লাগু করা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কেননা এই আইনটি লাগু করার মতো সহায়ক আইন তৈরি হয়নি দীর্ঘদিন। এমনকি বাকি ছিল পোর্টাল তৈরি হওয়ার বিষয়টি। এখন যখন দোরে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন তখন হুট করে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে খবর যে এদিন রাত থেকেই লাগু হয়ে যাচ্ছে সেই বহু বিতর্কিত CAA বা Citizenship Amendment Act। এমনকি এটাও বলা হচ্ছে যে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এদিন নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই আইন লাগুর কথা ঘোষণা করবেন। যদিও সেই ভাষণের আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার বাসিন্দাদের বড় আশ্বাস দিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সাফ জানিয়ে দিলেন, ‘ক্যা হল বিজেপির(BJP) ছলনা। যদি দেখি এই আইনের মাধ্যমে কারও নাগরিকত্ব বা অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে সর্বশক্তি দিয়ে তা আমরা রুখে দেব। কারও ক্ষতি হলে রুখে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস(TMC)।’ 

এদিন মমতা নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, ‘এটা আমাদের জরুরি ভিত্তিতে প্রেস কনফারেন্স করতে হচ্ছে। কারণ বিজেপির এটা কাজ যে আগে সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া। তার পর বলছে রাত্রে CAA লাগু হচ্ছে। শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা ঘোষণা করবেন। এত দিন না করে নির্বাচন ঘোষণার দুদিন আগে কেন এটা করা হচ্ছে? এটা কী জাস্ট ছেলের হাতের মোয়া ললিপপ। আমি নিজে এখনও জানি না, যে আইনটাই ঠিক কী বলা হয়েছে। আমার হাতে যতক্ষণ না কোনও কাগজপত্র আসছে ততক্ষণ আমি এই নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আমি কাগজ হাতে পেয়ে কালকে বিস্তারিত বলব হাবড়া থেকে। তবে এতা জানিয়েচ দিচ্ছি যে, যদি ক্যা দেখিয়ে কারো নাগরিকত্ব বাতিল করা হয় তাহলে আমরা প্রতিবাদ করব, এটা আগে থেকে জানিয়ে গেলাম। বাংলার হোক কী দেশের কোনও মানুষের সঙ্গে, কোনও নাগরিকের সঙ্গে কোনও বৈষম্য হতে দেব না। যারা দেশে আছেন তাঁরা সকলেই নাগরিক।’

এর পাশাপাশি মমতা জানিয়েছেন, ‘আইনটা লাগু হওয়ার ক্ষেত্রে এখনও নোটিফিকেশন হয়নি। এই নতুন আইন কারোর আগের অধিকার বাতিল করে দেবে না তো? মনে রাখবেন বাংলা সহ উত্তর ভারতে এটা খুন সেনসিটিভ। কোনও আইনশৃঙ্খলার অবনতি হোক সেটা আমি চাইনা। নির্বাচনের আগে কিছুই করতে পারবে না শুধু বলবে অনলাইনে নাম তোলো। আমি পরিষ্কার বলছি, নির্বাচনের সময় কিছু হবে না। কেউ ভয় পাবেন না চিন্তা করবেন না। কারোর যদি ক্ষতি হয় তাহলে আওয়াজ তুলবে তৃণমূল কংগ্রেস। মধ্যরাতে এমন কিছু করবেন না। আর যদি বলে নাগরিকত্ব নেই তবে কি তাঁরা এতদিন নাগরিক ছিল না? আধারের সময় আওয়াজ তুলেছিলাম। এটা বিজেপির ছলনা। ৬ মাস আগে করলেন না কেন? ঠিক নির্বাচনের আগে এটা কেন? আসলে এটা বিজেপির ছলনা প্রতারণা। আমরা কারও কোনও অধিকার ছিনিয়ে নিতে দেব না, হরণ করতে দেব না। যা বলার তা কালকে বলবো। কোনও বৈষমাই আমরা মানি না।’

Tags :
BJPCAAMamata BanerjeeNarendra modiTmc
Next Article