OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ক্রমশই সুস্থতার পথে মুখ্যমন্ত্রী, কাল কাটা হতে পারে কপালের সেলাই

মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁর শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটেনি। আগামিকাল তাঁর সেলাই কাটা হতে পারে।
05:23 PM Mar 17, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: অধীর আগ্রহে বাংলা(Bengal) তথা দেশ এটা জানার জন্য অপেক্ষা করছিল যে কবে ‘দিদি’ সুস্থ হয়ে উঠবেন! কবে তিনি আবারও ভোট প্রচারে মাঠে নামবেন? সেই সব প্রশ্নের কিছু উত্তর মিলেছে রবি বিকালে। জানা গিয়েছে, বাংলার তথা দেশের সকলের ‘দিদি’ তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এখন ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁর শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটেনি। তবে আগামিকাল তাঁর কপালের সেলাই কাটা হতে পারে বলে জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। সেই সূত্রেই জানা গিয়েছে দোলের পরে তিনি ফের নবান্নে যেতে পারেন। সেই সঙ্গে তারপর থেকেই তাঁর ভোটপ্রচার শুরু হয়ে যাবে। দোলের পরে সন্দেশখালিতে তাঁর সভা করার কথা আছে। যদিও সেই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, ভোটপ্রচার শুরুর আগে মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে সভা করবেন। দেখার বিষয় সেই সভা তিনি কবে করেন।

গত বৃহস্পতিবার, বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় তাঁকে কলকাতার SSKM Hospital-এ নিয়ে যাওয়া হয়। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাইও পড়ে। সেদিন রাতেই মুখ্যমন্ত্রী কালিঘাটে নিজের বাড়িতে ফেরেন। তারপর থেকেই তিনি বাড়িতে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন। সেই চিকিৎসকদের তরফেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম। অ্যান্টিবায়োটিক চলছে। আগামিকাল তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে। তবে তার পরেও তাঁকে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে আরও কিছুদিন। মমতার দুর্ঘটনা নিয়ে বেশ উদ্বেগেই রয়েছে তৃণমূল। কেননা তিনি শুধু দলের প্রধানই নন, ২৪’র ভোটে(General Election 2024) তিনি অন্যতম প্রধানমন্ত্রী পদের দাবিদার। সেই মমতা কবে সুস্থ হয়ে ভোটপ্রচারে মাঠে নামবেন, আবার আগের মতো বিরোধিদের উদ্দেশ্যে আক্রমণ শানবেন সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর দলের সব নেতাকর্মী, জনপ্রতিনিধা ও সমর্থকেরা।

Tags :
bengalGeneral Election 2024Mamata BanerjeeSSKM Hospital.Tmc
Next Article