For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কোচবিহারের সভা থেকে রামনবমী নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের কোচবিহার শহরের রাসমেলার মাঠে নির্বাচনী জনসভা করতে এসে রামনবমী নিয়ে সবাইকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী।
01:32 PM Apr 15, 2024 IST | Koushik Dey Sarkar
কোচবিহারের সভা থেকে রামনবমী নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রামনবমীর(Ram Navami) দিন থেকে বাংলার(Bengal) নানা প্রান্তে ধর্মীয় মিছিল থেকে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ছে বাংলার নানা প্রান্তে। এবার আবার লোকসভা নির্বাচনের সময়েই সেই রামনবমী পড়েছে। আগামী ১৭ এপ্রিল, বুধবার সেই মহার্ঘ্য দিন। এই দিনটি যাতে শান্তিতে পার হয়ে যায় তার জন্য রীতিমত সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন(ECI)। বাংলার দিকেও তাঁদের কার্যত এই নিয়ে বাড়তি নজরদারিও রয়েছে। এই অবস্থায় সোমবার উত্তরবঙ্গের কোচবিহার শহরের রাসমেলার মাঠে নির্বাচনী জনসভা করতে এসে সেই রামনবমী নিয়ে সবাইকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি কোচবিহার জেলার সংখ্যালঘু মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থী(Nishith Pramanik) গুণ্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না। ওরা চাইবে দাঙ্গা লাগাতে, কেউ প্ররোচনায় পা দেবেন না। এখানকার প্রার্থী মস্ত বড় গুণ্ডা।’

Advertisement

লোকসভার নির্বাচনের আগে রামনবমীর দিন যাতে কোনও রকম অশান্তির পরিবেশ তৈরি না হয় সেজন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। কেননা ১৭ তারিখ রামনবমী আর তার ঠিক ২ দিন পরে ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সেই দিন বাংলার ৩টি লোকসভা কেন্দ্রেও ভোট রয়েছে। তার মধ্যে কোচবিহারও আছে। আর তাই এদিন রামনবমীর দিন অশান্তির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা নিয়ে তাই সবাইকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এদিন সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন, ‘১৭ তারিখ ওদের দাঙ্গা করার দিন।  এখানকার বিজেপি প্রার্থী গুণ্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। তিনি আবার আপনাদের বিপদে ফেলবে। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট করাতে।’ উল্লেখ্য মমতা এদিন কোচবিহারে দলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে প্রচার করতে গিয়েছিলেন। 

Advertisement

Advertisement
Tags :
Advertisement