For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আজ দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর শিক্ষকতা করা স্কুলের উদ্বোধন

একদিন তিনি নিজে যে স্কুলে মাত্র ৬০ টাকা মাইনেতে শিক্ষকতা করেছেন এদিন সেই স্কুলেরই উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
11:07 AM Feb 12, 2024 IST | Koushik Dey Sarkar
আজ দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর শিক্ষকতা করা স্কুলের উদ্বোধন
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: জানেন দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী(Poorest Chief Minister of India) কে? শুনলে অবাক হয়ে যাবেন না। কেননা তিনিও আমার আপনার মতো একজন বাঙালি। বাংলার নিজের মেয়ে। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গত বছর দেশের সব মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেছিল Association for Democratic Reforms বা ADR। তাতেই জানা গিয়েছিল, দেশের মধ্যে সব থেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা। তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই তাঁর, সবটাই অস্থাবর সম্পত্তি। তিনিই ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী, যাঁর সম্পদ ১ কোটি টাকার নীচে। তাঁর সহজ সরল জীবন যাত্রা নিয়ে প্রচুর চর্চা হয়। বিদেশ সফরে গিয়েও কীভাবে শুধু মুড়ি খেয়ে থেকে খরচ বাঁচান, সেই কাহিনিও সুপরিচিত। তাঁর সম্পত্তির ছবিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহজ-সরল জীবনযাত্রার ছবিটা স্পষ্ট। সেই মুখ্যমন্ত্রী একদিন যে স্কুলে মাত্র ৬০ টাকা মাইনেতে শিক্ষকতা করেছেন এদিন তাঁর হাত ধরেই সেই স্কুল নতুন করে উদ্বোধন হলে চলেছে। নজরে কলকাতার(Kolkata) ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল(Bhawanipur Manmathnath Nandan Boys and Girls School)।  

Advertisement

ভবানীপুরের কাঁসারিপাড়া এলাকাটি কলকাতা পুরনিগমের ৭১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। সেখানেই অখিলবন্ধু ঘোষ সরণিতেই রয়েছে মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল। এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক বিদ্যালয় হিসাবে। একটা ভাড়া বাড়িতে চলতো সেই স্কুল। সেখানে পড়াতেন বাংলার ‘দিদিমণি’ আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও ইংরেজির শিক্ষিকা ছিলেন তিনি। বেতন ছিল মাত্র ৬০ টাকা। একটা সময় এই স্কুলের ঝাঁপ প্রায় বন্ধ হতে বসেছিল। কেননা পড়ুয়াই পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে গতবছর সেই স্কুল চত্বরে গিয়েছিলেন মমতা। গিয়েই জানতে পারেন স্কুলটির দুরাবস্থার কথা। এটাও তাঁর কানে আসে যে স্কুল বাড়ির মালিক সেখানে বাড়ি ভেঙে ফ্ল্যাট তুলবেন।

Advertisement

কিন্তু মমতা চাননি সেই স্কুল ভাঙা পড়ুক। অগ্যতা তাঁর নির্দেশে উদ্যোগী হয় রাজ্যের শিক্ষা দফতর। রাজ্যের স্কুল শিক্ষা দফতর জমিটি নিজেদের হাতে নেয়। স্কুলটির ভবন খোলনলচে বদলে তাকে নতুন রূপ দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলটকে মাধ্যমিকে উত্তীর্ণ কররার পাশাপাশি সেখানে দিনের বেলায় রাজ্য সরকারের ইংরেজি মাধ্যম স্কুলও চালু করা হচ্ছে। সেই স্কুলেরই আজ উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঘটনা হচ্ছে একই বাড়িতে এবার চলবে দুটি স্কুল। সকালে হবে বাংলা মাধ্যমের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল। সেই স্কুলের ঠিকানা থাকছে আগের মতোই। তবে দিনের বেলায় চালু হচ্ছে ভবানীরপুর মডার্ন স্কুল(Bhawanipur Modern School) যার ঠিকানা হবে ৮/বি কুন্ডু রোড, কলকাতা-২৫।

Advertisement
Tags :
Advertisement