For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের ট্যুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই সফলদের ট্যুইট শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
04:00 PM Jun 06, 2024 IST | Koushik Dey Sarkar
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের ট্যুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভোটের ফল পকাশিত হয়েছে দুই দিন আগে। আর এদিন অর্থাৎ ৬ জুন প্রকাশিত হল এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার চলতি বছরের পরীক্ষার ফলাফল(WBJEE Exam 2024 Result)। এদিন West Bengal Joint Entrance Examination Board বা WBJEE’র সভাপতি মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠক করে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তার কিছুক্ষণ পরেই ট্যুইট(Tweet) শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যারা যারা এদিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরো উজ্জ্বল করুক - এই প্রার্থনা করি। যারা কোনো কারণে আজ সফল হতে পারোনি, তাদের বলব তোমরা মন খারাপ কোরো না। লক্ষ্য স্থির রেখে একমনে এগিয়ে চলো। আগামীদিনে তোমরাও নিশ্চিতভাবে সাফল্য পাবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।’

Advertisement

উল্লেখ্য, এই বছর এ রাজ্যের জয়েন্টের পরীক্ষা হয়েছিল গত ২৮ এপ্রিল। তার ঠিক ১ মাস ৯ দিনের মাথায় প্রকাশিত হয়ে গেল চলতি বছরের WBJEE’র ফলাফল। এবারের পরীক্ষায় বসেছিল ১,১৩,৪৯২ জন পরীক্ষার্থী যা পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন করা পড়ুয়াদের ৮০ শতাংশ। পরীক্ষায় বসা পড়ুয়াদের মধ্যে ৭৯,০২৫ জন ছিল ছেলে আর ৩৪,৪৬৭ জন ছিল মেয়ে। এ রাজ্যের পড়ুয়া ছাড়াও আন্দামান, দমন ও দিউ এবং জম্মু ও কাশ্মীরের পড়ুয়ারাও পরীক্ষা দিয়েছিলেন। এদিন দেখা যাচ্ছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১,১২,৯৬৩ জন। ২০২৩-এ পাশ করেছিল ৯৬,৯১৩ জন। অর্থাৎ চলতি বছরের পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৯.৫৩ শতাংশ, ২০২৩-এর পরীক্ষায় সেই পাশের হার ছিল ৯৯.৩৭ শতাংশ। এবারের পরীক্ষাত যে মেধাতালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, প্রথম ১০জনের মধ্যে ৯জনই বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়া। মাত্র ১জন ইংরেজি মাধ্যম বোর্ডের পড়ুয়া। একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে, মেধাতালিকায় থাকা বেশিরভাগ পড়ুয়াই বৃহত্তর কলকাতার বাসিন্দা। জেলার পড়ুয়া তুলনায় পিছিয়ে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement