For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঘুড়ির অবৈধ লাইলন সুতো বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান শান্তিপুর পৌরসভার

10:10 PM Jul 03, 2024 IST | Subrata Roy
ঘুড়ির অবৈধ লাইলন সুতো বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান শান্তিপুর পৌরসভার
Advertisement

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ঘুড়ি উড়ানোর অবৈধ লাইলন সুতোর বিরুদ্ধে এবার হঠাৎ হানা শান্তিপুর পৌরসভার। শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) একাধিক ওয়ার্ডে বুধবার হঠাৎই হানা দেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর ও পৌর আধিকারিকরা । দিনের পর দিন শান্তিপুর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে এই লাইলন সুতো বিক্রির কথা কানে এসেছে পৌরসভার। এবার সেই অবৈধ লাইলন সুতো কারা বিক্রি করছেন এবং কোথায় বিক্রি হচ্ছে সেটা জানতেই একাধিক ঘুড়ির দোকান এবং এলাকাতে অভিযান চালালো শান্তিপুর পৌরসভা ।

Advertisement

বুধবার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান(Chairman) সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর, সিআইসি মেম্বার ও পৌর আধিকারিকদের একত্রিত অভিযান চলে শান্তিপুর জুড়ে এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে এই অবৈধ বিক্রি বন্ধের জন্য অনুরোধ করা হয় এবং খোঁজ চালানো হয় কারা এই অবৈধ সুতো বিক্রি করছে। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এটা একদিনের অভিযান নয়, অভিযান চালাবে এবং যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে ইতিমধ্যে শান্তিপুরে এই সুতো বিক্রি বন্ধের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশও। শুরু হয়েছে পুলিশের অভিযান।

Advertisement

এদিকে,গোপনসূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার(Chanditala P.S.) পুলিশ কোলকাতা থেকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার করে। ধৃতরা হল তালিব হুসেন, বাড়ি মধ্যপ্রদেশ ও অপরজন মাহেদী হুসেন, বাড়ি উড়িষ্যা(Orissa)। ধৃতদের এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে(Sreerampur Court) পাঠানো হয়। ধৃতদের টি আই প্যারেডের আবেদন জানায় পুলিশ। বুধবার চন্ডীতলা থানায় এসে সাংবাদিক সম্মেলন করেন, হুগলির গ্রামীন পুলিশ সুপার(SP) কামনাশীষ সেন, ডিএসপি তমাল সরকার। তিনি বলেন, ধৃতরা কলকাতা সহ হুগলি, হাওড়া জেলায় একাধিক সোনার দোকানে(Gold Shop) চুরি, ছিনতাই, লুটপাট করেছে। আজই তাদের ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

Advertisement
Tags :
Advertisement