OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পুরুলিয়ার মাটিতেই শিল্প আর কৃষিকে জুড়ে দিলেন মমতা

মঙ্গলবার রাজ্যের অন্যতম প্রান্তিক জেলা পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে শিল্প ও কৃষির মেলবন্ধন ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
05:23 PM Feb 27, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: জমি আন্দোলন তাঁকে রাজ্যের বিরোধী দলনেত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রীর পদে পৌঁছে দিয়েছে। তাই জমি নিয়ে তাঁর বাড়তি আবেগ রয়েই গিয়েছে। জমির সঙ্গে কৃষকের সম্পর্কের অনুভূতি তাই তিনি বোঝেন। একই কারণে তাঁর সরকার ও দল দুইই কৃষকদের বিরুদ্ধে গিয়ে জমি অধিগ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলেছে। বিরোধীদের দাবি, রাজ্য সরকারের এই অবস্থান ও ভূমিকা শিল্পনাশা। বাস্তব কিন্তু ভিন্ন কথাই বলছে। সঠিক পরিকল্পনা ও নীতি নিয্যে এগোলে শিল্পের অভাব হয় না। ধ্বংস হয় না কৃষি ও কৃষক সমাজও। এদিন অর্থাৎ মঙ্গলবার রাজ্যের অন্যতম প্রান্তিক জেলা পুরুলিয়ার(Purulia) মাটিতে দাঁড়িয়ে তিনি মেলবন্ধন ঘটালেন শিল্প(Industry) ও কৃষি(Agriculture)। এদিন তিনি পুরুলিয়ার সভা মঞ্চ থেকে রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্পনগরীর(Raghunathpur Jangal Sundari Shilpa Nagari) বুকে গড়ে ওঠা শ্যাম স্টিলের ইস্পাত কারখানার উদ্বোধন যেমন করেছেন তেমনি পাশের পশ্চিম বর্ধমান জেলার পানাগড়েরও ধানসিঁড়ে গ্রুপের একটি ইস্পাত কারখানার উদ্বোধন করেন। আবার ধান বিক্রি নিয়েও এদিনের সভা থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

রঘুনাথপুরের জঙ্গলসুন্দরী শিল্পনগরীর বুকে লছমনপুর এলাকায় ৬০০ একর জমিতে গড়ে উঠেছে শ্যাম স্টিলের ইস্পাত কারখানা। এই কারখানার এদিন শুধু First Phase’র উদ্বোধন হয়েছে। এদিন যে অংশের উদ্বোধন হয়েছে তা নির্মাণে খরচ হয়েছে ১৫০০ কোটি টাকা। কারখানার ৪টি ফেজ গড়ে তুলতে মোট ৪৫৯১ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কারখানা পূর্ণ দমে চালু হয়ে গেলে সেখানে প্রত্যক্ষ ভাবে ১০ হাজার এবং পরোক্ষ ভাবে আরও ২০ হাজার মানুষ কাজ পাবেন। অন্যদিকে পানাগড়ে যে ইস্পাত কারখানাটির এদিন উদ্বোধন হয়েছে সেটি নির্মাণে খরচ হয়েছে ৫১৫কোটি টাকা। প্রাথমিকভাবে সেখানে আড়াইশো জনের কর্মসংস্থান হচ্ছে। এদিনের এই দুই শিল্প কারখানার উদ্বোধনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর শিল্পবান্ধব অবস্থানকে তুলে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এদিন বার্তা দিয়েছেন কৃষক সমাজকেও। জানিয়েছেন, ‘যাদের ধান নষ্ট হয়েছে, সরকার আপনাদের টাকা দেবে। আপনার চাল বাইরে না বেচে দয়া করে প্রতিবছর রাজ্য সরকারকে বিক্রি করুন। তা না হলে, এই বছর হয়ত বেশি দাম পাবেন, পরের বছর কী হবে? তখন পাশে দাঁড়াবে না কেউ। প্রয়োজনে খাদ্য দফতর, কৃষি দফতর, বাড়ি-বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে আনবে। একটা বড় গাড়ি নিয়ে গিয়ে বুথে বুথে গিয়ে দাঁড়িপাল্লায় মেপে চাল কিনে আনবেন।’

Tags :
AGRICULTUREIndustryMamata BanerjeePuruliaRaghunathpur Jangal Sundari Shilpa Nagari.
Next Article