OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাম-কংগ্রেসকে জমি ছাড়তে নারাজ মমতা, তাই ১ দিনে ১ জেলাতেই ৩ পদযাত্রা

একুশের ভোটে উত্তর দিনাজপুর জেলায় যে সাফল্য এসেছে সেই সাফল্যের জমি বাম-কংগ্রেসকে ছাড়তে নারাজ মমতা। আর সেই সূত্রেই পায়ে হেঁটে জনসংযোগ।
12:58 PM Jan 30, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

কৌশিক দে সরকার: কথা ছিল হবে দুটি প্রশাসনিক সভা। সেখান থেকে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান করবেন দুই জেলার জনতার হাতে। করবেন প্রশাসনিক সভাও। কিন্তু রাতারাতি সেই কর্মসূচীর মধ্যে জুড়ে গেল ৩টি আরও কর্মসূচী। ৩টি পদযাত্রা(Rally)। একই জেলায় একই দিনে হবে সেই ৩ পদযাত্রা। হলও তাই। মঙ্গল সকালেই উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর জেলার(Uttar Dinajpur District) ৩ জায়গায় পায়ে হেঁটে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথমে চোপড়া(Chopra), তারপর ইসলামপুর(Islampur) এবং শেষে কর্ণঝোড়ায়(Karnajhora)। এরই সঙ্গে তাঁর এদিনই সভা থাকছে রায়গঞ্জ এবং পাশের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে মমতা একই দিনে একই জেলায় কেন ৩টি পদযাত্রায় নেমে পড়লেন? সেতা কী রাহুল গান্ধিকে টেক্কা দিতে? সূত্র কিন্তু ভিন্ন আভাস দিচ্ছে। জমি ছাড়তে নারাজ মমতা। একুশের ভোটে উত্তর দিনাজপুর জেলায় যে সাফল্য এসেছে সেই সাফল্যের জমি বাম-কংগ্রেসকে ছাড়তে নারাজ মমতা। আর সেই সূত্রেই পায়ে হেঁটে মানুষের মাঝে গিয়ে জনসংযোগ। সঙ্গে সভা, সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক বৈঠক।

উত্তর দিনাজপুর জেলা উত্তরবঙ্গের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এর পাশাপাশি এই জেলায় রয়েছে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাও। আছে আদিবাসী সমাজের মানুষেরাও। একই সঙ্গে এই জেলা দীর্ঘদিন ধরেই বাম ও কংগ্রেসের ঘাঁটি হিসাবেও ছিল। এমনকি তৃণমূলের জন্মের পরেও সেই ছবিতে কোনও বদল আসেনি বছরের পর বছর ধরে। উনিশের ভোটে এই জেলাতেই এবার থাবা গেড়েছিল বিজেপি। জিতে নিয়েছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রও। শুধু রায়গঞ্জই নয়, উত্তরবঙ্গের বাকি ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টিতেই বিজেপি পদ্ম ফুটিয়েছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে সেই সাফল্য তাঁরা ধরে রাখতে পারেনি। বিশেষ করে উত্তর দিনাজপুর ও মালদা জেলায়। সেই সময় রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী আবার কেন্দ্রের প্রতিমন্ত্রীও ছিলেন। তারপরেও সেই জেলা থেকেই ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতে জয়ের মুখ দেখেছিল তৃণমূল। মাত্র ২টি আসনে জয়ী হয় বিজেপি। সেই ২ বিজেপি বিধায়কও পরে জার্সি বদলে চলে আসেন তৃণমূলে। সেই হিসাবে এখন জেলায় সাফ হয়ে গিয়েছে পদ্ম। এই সাফল্যকেই ধরে রাখতে চান মমতা। যদিও এদিন তিনি পদযাত্রার কারণ হিসাবে তুলে ধরেছেন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনাকে। 

একই সঙ্গে মমতার নজরে আছে বাম-কংগ্রেস জোটও। এটা মোটামুটি পরিষ্কার যে বাংলার মাটিতে ২৪’র ভোটে কোনও জোট হচ্ছে না কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। মমতা নিজেই সেটা স্পষ্ট করে দিয়েছেন। এই অবস্থায় বামেরা এগিয়ে এসেছে কংগ্রেসের সঙ্গে জোট করতে। সম্ভবৎ সেই জোটে সামিল হবে আইএসএফ-ও। ৩ দলের এই জোট যাতে সংখ্যালঘু, রাজবংশী এবং আদিবাসী প্রভাবিত উত্তর দিনাজপুর জেলায় কোনও ছাপ ফেলতে না পারে তার জন্য পথে নামলেন মমতা। তিনি এই জোটকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। পাশাপাশি এই জেলার সঙ্গে জুড়ে আছে ৩টি লোকসভা কেন্দ্রও। রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাট। ৩টি কেন্দ্রই এখন বিজেপি দখলে আছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের সঙ্গে জুড়ে আছে চোপড়া বিধানসভা কেন্দ্রটি, যেখানে এদিন প্রথম পদযাত্রাটি করেছেন মমতা। আবার ইটাহার জুড়ে আছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সঙ্গে, সেই বালুরঘাট যেখানে আজ মমতার জনসভা আছে। আবার জেলার বাকি ৭টি আসন আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে আজ মমতার সভা আছে। আর তাই এক দিনে একই জেলায় মমতার ৩ পদযাত্রা। বার্তা স্পষ্ট, বিনা যুদ্ধে না ছাড়িব সূচাগ্র মেদিনী।

Tags :
ChopraIslampurKarnajhoraMamata Banerjeenorth bengalRallyUttar Dinajpur District
Next Article