For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মিগজাউমের দাপটের মাঝেই দ্রাবিড়ভূমের পাশে মমতা

মিগজাউমের দাপট তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের জনজীবন। এই বিপর্যয়ের মাঝেই দ্রাবিড়ভূমের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
01:17 PM Dec 06, 2023 IST | Koushik Dey Sarkar
মিগজাউমের দাপটের মাঝেই দ্রাবিড়ভূমের পাশে মমতা
Courtesy - Facebook, Twitter and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড়(Cyclone) মিগজাউমের দাপটে কার্যত থেমে গিয়েছে তামিলনাড়ু(Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) জনজীবন। তবে আবহাওয়া দফতরের সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে শক্তি কমেছে মিগজাউমের। পূর্বাভাস অনুসারে উপকূলবর্তী অংশে আছড়ে পড়ার পরেই তার বিধ্বংসী প্রবণতায় ভাটা পড়েছে। তবে শক্তি কমলেও এখনও ফুঁসছে মিগজাউম। বুধবার সারা দিন ঝড়-বৃষ্টির তীব্রতা তেমন কমবে না বলেই আশঙ্কা করছেন আবহবিদেরা। বুধবার বেলা গড়ালে আরও শক্তি কমে এই ঝড় গভীর নিম্নচাপের রূপ নেবে। এখনও অবধি আবহাওয়া দফতরের সূত্রের তরফে জানানো হয়েছে মিগজাউম গভীর নিম্নচাপে তৈরি হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টায় কেবল সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করবে মিগজাউম। তবে প্রকৃতির এই বিপর্যয়ের মাঝেই দ্রাবিড়ভূমের(South India) পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

Advertisement

এদিন সকালে মমতা একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘তামিলনাড়ুতে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে ১৬জন মানুষের মৃত্যু আমার হৃদয়ে বড় ধাক্কা দিয়েছে। বহু ক্ষয়ক্ষতিও হয়েছে। আমার ভাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিপর্যয় মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন। আমি তাঁকে এবং চেন্নাই সহ তামিলনাড়ুর দুস্থ মানুষের প্রতি আমার সংহতি ও সমর্থন জানাচ্ছি। অন্দ্রপ্রদেশের মানুষের প্রতিও থাকছে আমার সহমর্মিতা।’ মমতার এই ট্যুইটে সব থেকে বেশি নজর কাড়ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ভাই বলে সম্বোধন করার বিষয়টি। দীর্ঘদিন ধরেই সংসদীয় রাজনীতিতে থাকার সুবাদে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে’র সঙ্গে বেশ পরিচিতি ও সখ্যতা রয়েছে মমতার। পারিবারিক ভাবেও তিনি স্ট্যালিন পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। চেন্নাইয়ে তাঁদের বাড়িতেও গিয়েছেন। এখন স্ট্যালিনকে ভাই বলে সম্বোধন করে সেই সম্পর্ককে আরও মজবুত করলেন মমতা।

Advertisement

এদিকে, হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অন্ধ্রের বাপাতলার ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং খাম্মামের ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়া মিগজাউম। ঘূর্ণিঝড় হিসাবে দক্ষিণ ভারতের একটি বড় অংশকে ভাসিয়েছে এই ঘূর্ণিঝড়। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের জেরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ছত্তীসগঢ়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, দক্ষিণ উপকূলবর্তী এবং দক্ষিণ ওড়িশাতেও। মঙ্গলবারই ওড়িশা প্রশাসনের তরফে দক্ষিণের জেলাগুলিকে ভারী বর্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে আছড়ে পড়ে মিগজাউম। আছড়ে পড়ার সময় মিগজাউমের গতি ছিল ঘণ্টায় ১০০কিমি। যদিও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে চেন্নাইয়ে।

Advertisement
Tags :
Advertisement