For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঝাড়গ্রামে চাষের জমি থেকে উদ্ধার বোমা সুষ্ঠুভাবে নষ্ট করার জন্য ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

06:13 PM Jul 05, 2024 IST | Subrata Roy
ঝাড়গ্রামে চাষের জমি থেকে উদ্ধার বোমা সুষ্ঠুভাবে নষ্ট করার জন্য ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: অবশেষে সাত দিনের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)শুক্রবার এক্স হ্যান্ডেল এ টুইট(Tweet) করে এই সমস্ত প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তার সরকারের জ্ঞাতার্থে এই বোমা পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার আসে। গোপীবল্লভপুরের ভোলানপুরে বিশ্বযুদ্ধের সময়  না ফাটা বোমা উদ্ধার হওয়ার বিষয়টি জানা মাত্র রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন এবং ভারতীয় সেনাবাহিনীর এয়ার ফোর্সের জওয়ানরা সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে। ওই এলাকার সাধারণ মানুষ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার দুপুরে সেই বোমাটি ফাটিয়ে সমস্ত রকম ঝুঁকির অবসান ঘটানো হয়।

Advertisement

এই গোটা প্রক্রিয়াটি সত্যভাবে সম্পন্ন হওয়ার জন্য এই কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের(Airforce) পক্ষ থেকে ফাটানো হয় ওই বোমাটি। ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তির্ণ এলাকাতে বালির বস্তা দিয়ে ঘিরে বিষ্ফোরণ ঘটানো হয়।এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বিশালাকার বোমা।ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। পরে প্রশাসনের তরফে থেকে চুড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই বোমা নষ্ট করা হয়।ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে চাষের জমি থেকে শনিবার উদ্ধার হয় বিশাল আকারের ব্রিটিশ আমলের বোমা। এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

ঝাড়গ্রাম জেলার(Jhargram District) গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্ৰামের চাষের জমি থেকে উদ্ধার হয় এই ব্রিটিশ আমলের বোমা। জানা যায়, ভুলনপুর গ্ৰামের চাষের জমিতেকাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা। চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা সেই সময় হঠাৎই সেখানে তাঁদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। তারপরেই লোহার সেই বস্তুকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। তবে স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক (বোমা) জাতীয় সরঞ্জাম। স্থানীয়দের বক্তব্য, এর আগেও এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে। ফলে আবার এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে।

Advertisement
Tags :
Advertisement