For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পরিচারিকাকে নির্যাতনের দায়ে শিল্পপতি প্রকাশ হিন্দুজার সাড়ে চার বছরের জেল

12:12 PM Jun 22, 2024 IST | Reshmi Khatun
পরিচারিকাকে নির্যাতনের দায়ে শিল্পপতি প্রকাশ হিন্দুজার সাড়ে চার বছরের জেল
courtesy google
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির পরিচারকদের অত্যাচারের দায়ে দোষী সাব্যস্ত হলেন ব্রিটেনের অন্যতম ধনকুবের ‘হিন্দুজা পরিবারের’ চার সদস্য। সুইৎজারল্যান্ডের একটি আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।তবে মানব পাচারের অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার (২১ শে জুন)জেনেভার একটি আদালত এই রায় দিয়েছে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সুইস আদালত প্রকাশ হিন্দুজা ও তাঁর স্ত্রী কমল হিন্দুজাকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ছেলে অজয় ​​হিন্দুজা এবং তাঁর স্ত্রী নম্রতা হিন্দুজাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

যদিও অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তবে রায় ঘোষণার সময় আদালতে হিন্দুজা পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে জেনেভার ওই আদালতে বিভিন্ন অভিযোগে মামলা চলছিল। কারণ হিসেবে প্রকাশ হিন্দুজা এবং কমল হিন্দুজা জানিয়েছে যে, অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারে নি।

তবে মানব পাচারের অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। এর কারণ হিসেবে আদালত জানিয়েছে, শ্রমিকরা জানত তারা কোথায় যাচ্ছে এবং সেখানে তাদের কী কাজ করার কথা। সেখানে গিয়ে তাঁরা কি করবে। তাই এই অভিযোগ খারিজ করা হয়েছে।

আদালত আরও জানিয়েছে যে, হিন্দুজা পরিবারের সদস্যরা তাঁদের গৃহকর্মীদের একপ্রকার শোষণ করত। এবং তাঁদের তেমনই কোন সুবিধা দেওয়া হত না। খুব সামান্য সুবিধে দেওয়া হত তাঁদের। এই পরিবার তাঁদের কাজের জন্য যে বেতন দিচ্ছিল তাও সুইৎজারল্যান্ডে এই ধরনের চাকরির ক্ষেত্রে যা বেতন হওয়া উচিত তার এক দশমাংশেরও কম।

ব্রিটেনের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাঁদের পরিচারিকার পাসপোর্ট আটকে রাখা হয়। এটাও অভিযোগ ছিল যে এই পরিবার একজন কর্মচারীর বেতনের চেয়ে কুকুরের জন্য বেশি ব্যয় করেছে। শুধু তাই নয় দিনে ১৮ ঘন্টা পর্যন্ত কোন ছুটি ছাড়াই কাজ করতে হত গৃহকর্মীদের। এমনকী বাড়ির বাইরেও যেতে পারত না তাঁরা। তাঁদের ঘরে কাজ করতে বাধ্য করা হত।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হিন্দুজা পরিবারের আইনজীবীরা। তাঁরা জানিয়েছেন যে, তিন কর্মচারী অভিযোগ করেছেন, তা সত্য নয়। বরং পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেয়েছেন। তাঁদের আলাদা করে রাখা হয়নি। তাঁদের ঘর থেকে বের হওয়াতেও বিধিনিষেধ ছিল না।

উল্লেখ্য,হিন্দুজা পরিবার আশির দশকের শেষের দিকে ভারত ছেড়ে সুইজারল্যান্ডে  চলে আসে। সেখানেই থাকতে শুরু করে তাঁরা। হিন্দুজা গ্রুপের আইটি, মিডিয়া, ইলেক্ট্রিসিটি, রিয়েল এস্টেট এবং স্বাস্থ্যসেবার মত সেক্টর রয়েছে তাঁদের। এছাড়াও বিশ্বের ৩৮টি দেশে হিন্দুজা পরিবারের তেল, গ্যাস, ব্যাংকিং ও স্বাস্থ্য খাতের ব্যবসা রয়েছে। পরিবারটির মোট সম্পদের অর্থমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার।বিশ্বজুড়ে কর্মচারীর সংখ্যা প্রায় দুই লক্ষ।

Advertisement
Tags :
Advertisement