For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মামার বাড়িতে ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার দাদা

জন্মদিনের অনুষ্ঠানে বাড়িতে আসা নাবালিকা পিসতুতো বোনকে ধর্ষণ করতে পিছুপা হল না মামাতো দাদা। যদিও গ্রেফতার হয়েছে সে।
01:58 PM Dec 10, 2023 IST | Koushik Dey Sarkar
মামার বাড়িতে ধর্ষণের শিকার নাবালিকা  গ্রেফতার দাদা
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নির্মম ও নৃশংস বললেও বড় কম বলা হবে। মামাতো দাদাও ছেড়ে কথা বলছে না তার পিসতুতো বোনকে। বানাচ্ছে নিজের লালসার শিকার। এমনই চূড়ান্ত নিন্দানীয় ঘটনার সাক্ষী থাকল বাংলার মাটি, মুর্শিদাবাদের(Murshidabad District) মাটি। কেননা মুর্শিদাবাদের রানীতলা থানা(Ranitala PS) এলাকার বুকে নিজের মামার বাড়িতেই ধর্ষণের(Rape) শিকার হতে হয়েছে এক নাবালিকাকে(Minor Girl)। আর সেই ঘটনায় গ্রেফতার হয়েছে নির্যাতিতার মামাতো দাদা(Brother Arrested)। স্থম্ভিত এলাকাবাসী। স্তম্ভিত খোদ পুলিশের আধিকারিকেরাও। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে রানীতলা থানায়।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় নিজের মামার বাড়িতে আসে ওই নাবালিকা। উপলক্ষ ছিল মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান। জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েক জন আত্মীয়-স্বজনও আসেন ওই বাড়িতে। অভিযোগ, সেখানে খেলার ছলে নাবালিকাকে তার এক মামাতো দাদা ঘরে আটকে রাখে। নাবালিকা ভয়ে চিৎকার করার চেষ্টা করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে দেওয়া হয়। তার পর ধর্ষণ করা হয় নাবালিকাকে। রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে মামার বাড়ি থেকে উদ্ধার করে তার বাবা-মা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে নাবালিকার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নাবালিকা শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হলেও বর্তমান স্থিতিশীল বলে খবর।

Advertisement

নির্যাতিতার বয়ান অনুযায়ী, ‘ভাইয়ের জন্মদিনে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। হঠাৎ করে অন্ধকার ঘরে লুকোচুরি খেলার সময় বড়দা আমায় ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি চিৎকার করলে আমার মুখে ওড়না বেঁধে দেয়। তার পর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে।’ নাবালিকার অভিযোগ, ধর্ষণের পর তাকে হুমকিও দেয় অভিযুক্ত। বলা হয়, কিছু বললে প্রাণে মেরা ফেলা হবে। নির্যাতিতার মা বলেন, ‘আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

Advertisement
Tags :
Advertisement