For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

India Post Savings Account’র সঙ্গে যোগ করতেই হবে মোবাইল নম্বর

পোস্ট অফিসে থাকা যে সব Savings Account’র সঙ্গে কোনও মোবাইল নম্বরও যোগ করা হয়নি সেগুলি Deactivated করে দেওয়া হবে।
12:42 PM Mar 16, 2024 IST | Koushik Dey Sarkar
india post savings account’র সঙ্গে যোগ করতেই হবে মোবাইল নম্বর
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের মুখে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় থাকা পোস্ট অফিসে(Post Office) যে সব Savings Account রয়েছে সেগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, পোস্ট অফিসের যে অ্যাকাউন্টগুলির সঙ্গে Aadhar Link করা হয়নি সেগুলি নির্দিষ্ট সময়ের পড়ে Deactivated করে দেওয়া হবে। ওই সব Savings Account পুনরায় চালু করতে হলে Aadhar Link করতেই হবে। এবার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, পোস্ট অফিসে থাকা যে সব Savings Account’র সঙ্গে কোনও মোবাইল নম্বরও যোগ করা হয়নি সেগুলিও Deactivated করে দেওয়া হবে। এই দুই ধরনের Post Bank Savings Account’র ক্ষেত্রেই লেনদেনে রাশ টানা হবে।

Advertisement

বাংলা তো বটেই দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত এলাকাতেই অনেক মানুষ নিজ নিজ এলাকার পোস্ট অফিসে একটি করে Savings Account খুলে রেখেছেন। দেশের ডাক বিভাগ বা India Post’র তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই সব Savings Account’র সঙ্গে Aadhar Link করতে হবে। নাহলে সেগুলির মাধ্যমে কোনওরকমের আর্থিক লেনদেন করা যাবে না। এবার তাঁদের সিদ্ধান্ত, যে সব Savings Account’র সঙ্গে কোনও মোবাইল নম্বর সংযুক্ত নেই সেগুলির ক্ষেত্রেও লেনদেন বন্ধ করে দেওয়া হবে। মোবাইল নম্বর সংযুক্ত করলেই ফের ওই সব Savings Account’র মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে। দেশের প্রতিটি পোস্ট অফিসের প্রত্যেক গ্রাহক পিছু একটি করে Customer Information Folio বা CIF কথা। সেই CIF পিছু কোথায় কোথায় আধার জমা করা হয়নি, তার তালিকা গত বছর তৈরি করেছিল ডাক বিভাগ। সেই তালিকা পাঠানো হয় দেশের সবক’টি পোস্টাল সার্কেলকে। বলা হয়, যদি আধার জমা না হয়, তাহলে গ্রাহককে কোনও লেনদেন করতে দেওয়া হবে না। ডাক বিভাগের কর্তাদের দাবি, আর্থিক প্রতারণা রুখতেই এই ব্যবস্থা। সেই কারণেই আধার জমা বাধ্যতামূলক করা হয়েছে।  

Advertisement

এরপরই যুদ্ধকালীন তৎপরতায় CIF’র সঙ্গে Aadhar Link করার উদ্যোগ নেওয়া হয় পোস্ট অফিসগুলিতে। এবার ডাক বিভাগের তরফে বলা হয়েছে, প্রতিটি Savings Account’র সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইল নম্বর সংযোগ করতে হবে। আর্থিক সুরক্ষার প্রশ্নেই এই উদ্যোগ। কেননা তাঁরা চাইছেন, ওই সব Savings Account’র মাধ্যমে কোনও আর্থিক লেনদেন হলেই সেই সম্পর্কিত তথ্য মোবাইল ফোনের মাধ্যমে তৎক্ষণাৎ গ্রাহককে পাঠিয়ে দেওয়া। কিন্তু এখনও বহু গ্রাহক আছেন, যারা তাঁদের Postal Savings Account’র সঙ্গে তাঁদের মোবাইল নম্বর সংযোগ করেননি। নিজেদের স্বার্থেই তাঁদের ওই সব Postal Savings Account’র সঙ্গে Aadhar Link ও Mobile Number Link করা উচিত বলে জানিয়েছেন ডাক বিভাগ বা India Post’র আধিকারিকেরা।

Advertisement
Tags :
Advertisement