For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাজ্যের পর্যটনে ৩ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসছে BGBS 23 থেকে

রাজ্যের পর্যটন ক্ষেত্রে ৩ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ আসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে। ফলে ৫৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে।
09:43 AM Nov 20, 2023 IST | Koushik Dey Sarkar
রাজ্যের পর্যটনে ৩ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসছে bgbs 23 থেকে
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পালা। তারপরেই বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা Bengal Global Business Summit 2023’র আসর। সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সম্মেলন থেকেই সদ্য সদ্য শিল্পের তকমা পাওয়া রাজ্যের(Bengal) পর্যটন ক্ষেত্রে(Tourism Sector) ৩ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ(More than 3 Thousand Crore Rupees Investment) আসতে চলেছে। যার ফলে রাজ্যে সরাসরি ৫৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি পর্যটন ক্ষেত্রে পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষের কাজের সুযোগ তৈরি হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ MOU স্বাক্ষর হতে চলেছে। এই বিপুল পরিমাণের বিনিয়োগ এবং MOU-গুলি নিশ্চিত করতে বেশ কয়েক মাস ধরে কাজ চালাছিল রাজ্য পর্যটন দফতর। একই সঙ্গে জানা গিয়েছে, রাজ্যে ৩টি পাঁচতারা হোটেল তৈরির ঘোষণা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই, যার মধ্যে একটি তৈরি হবে রাজারহাটে।

Advertisement

সম্মেলনে যে ৪টি MOU সাক্ষর হবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মউটি স্বাক্ষরিত হবে বিশ্বব্যাপী সংস্থা World Travel and Tourism Council, India Initiative’র সঙ্গে। এই চুক্তির ফলে পৃথিবীর নানান প্রান্তে বাংলার পর্যটন সম্পর্কে প্রচার আরও জোরদার হবে। একই সঙ্গে রাজ্যের পর্যটন ক্ষেত্রকে আরও কীভাবে লাভজনক করে তোলা যায় এবং তার স্থায়িত্ব নিশ্চিত করা যায়, সে বিষয়েও রাজ্যকে সাহায্য করবে এই সংস্থা। পর্যটন ক্ষেত্রে যুক্তদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও রাজ্যকে কৌশলগতভাবে সহযোগিতা করবে এই সংস্থা। কাউন্সিলের তরফে সাধারণ সম্পাদক এবং পর্যটন মন্ত্রকের প্রাক্তন সচিব সুজিত বন্দ্যোপাধ্যায় MOU স্বাক্ষর করবেন রাজ্যের সঙ্গে। দ্বিতীয় MOU-টি হবে একটি অনলাইন ভ্রমণ এবং পর্যটন প্ল্যাটফর্ম কোম্পানি Make My Trip’র সঙ্গে। তাদের পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির প্রচার এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য এই চুক্তি করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

Advertisement

প্রচারের জন্য অন্য আরও একটি অনলাইন পর্যটন কোম্পানি Yatra Dot Com’র সঙ্গেও চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য। সেই সঙ্গে পর্যটন উন্নয়ন নিগমের গেস্ট হাউসগুলিতে উন্নত পরিষেবার লক্ষ্যে মউ স্বাক্ষরিত হবে দেশের একটি তাবড় ‘Hospitality Brand’র সঙ্গে। বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে নিউটাউনের Biswa Bangla Convention Center-এ রাজ্যের ‘সংস্কৃতি এবং ঐতিহ্য, ‘প্রাকৃতিক সম্পদ’ ও ‘মাইস পর্যটন’ নিয়ে সেক্টোরাল সেশন বা আলোচনা সভায় যোগ দেবেন দেশের তাবড় শিল্পপতি থেকে শুরু করে আমলারা। রাজ্যের পর্যটন দফতরের আধিকারিকদের দাবি, জঙ্গল থেকে শুরু করে পাহাড় সবই রয়েছে বাংলায়। শুধু সঠিকভাবে মানুষের কাছে প্রতিটি পর্যটন কেন্দ্র সম্পর্কিত তথ্য পৌঁছে গেলে রাজ্যে পর্যটকের সংখ্যা আরও কয়েকগুণ বাড়বে। আর শিল্পের তকমা পাওয়ায় এবার বাংলায় এই ক্ষেত্রে বিনিয়োগও হবে প্রচুর।

Advertisement
Tags :
Advertisement