For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বাংলায় বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ, নজরে BGBS 23

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর থেকেই বাংলার বুকে বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের বার্তা ঘোষিত হতে চলেছে।
09:28 AM Nov 19, 2023 IST | Koushik Dey Sarkar
বাংলায় বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ  নজরে bgbs 23
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আর ঠিক ২ দিন। তারপরেই বসতে চলেছে চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা Bengal Global Business Summit 2023। সেই সম্মেলন শুরুর মুখেই এবার জানা গেল যে, BGBS 23’র হাত ধরেই রাজ্যে বস্ত্রশিল্পের(Textile Industry) ক্ষেত্রে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ(Investment) আসতে চলেছে। এই সব বিনিয়োগের বার্তা ঘোষিত হবে সম্মেলনের মঞ্চ থেকেই। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশের পাশাপাশি বিদেশেরও বেশ কিছু শিল্পপতিরাও আসতে চলেছেন। স্পেন, আরব আমিরশাহি, পোল্যান্ড এবং ব্রিটেন থেকে আসছেন সবথেকে বেশি প্রতিনিধি। ফলে গত বছরের থেকে এবারের বিনিয়োগের প্রস্তাব টাকার অঙ্কে অনেক বেশি হবে বলেই মনে করছে রাজ্য প্রশাসন।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে ব্রিটেন থেকে আসছেন ৫৫ জন প্রতিনিধি এবং স্পেন থেকে ৮ জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্পেন এবং দুবাই সফরের পর বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলি রাজ্যে বিনিয়োগ করতে এগিয়ে আসায় আগ্রহ দেখাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের শিল্পোদ্যোগীদের মধ্যেও বাংলায় বিনিয়োগ করায় উৎসাহ বাড়ছে। দেখা যাচ্ছে, বিনিয়োগের আগ্রহ বেশি বস্ত্রশিল্পে। এই শিল্পে আসন্ন বাণিজ্য সম্মেলনে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্যের হিসেব হল, বস্ত্রশিল্পে বিনিয়োগের জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বিনিয়োগ টানতে ক্ষুদ্রশিল্পের ওপরেও অনেকটা ভরসা রাখছে রাজ্য সরকার। ২ বছর আগে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেই সিদ্ধান্ত যে শুধু পাওয়ারলুম ক্ষেত্রে জোয়ার এনেছে তা নয়, এর হাত ধরে রাজ্যের বস্ত্রশিল্পের চিত্রটিও সম্পূর্ণ বদলে গিয়েছে বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা।

Advertisement

সেই সূত্রেই পূর্ব ভারতের প্রথম ডেনিম ফ্যাক্টরি গড়ে উঠতে চলেছে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনানে। সেখানে প্রায় ১৯৫ কোটি টাকা বিনিয়োগ করে বছরে ১.৭ কোটি মিটার ডেনিম(Denim) উৎপাদন কেন্দ্র তৈরি করবে বেসরকারি সংস্থাটি। আবার, নদিয়ায় অন্য একটি সংস্থা ৭০-১০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলতে চলেছে একটি রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি। সেখানে ২ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ থাকছে। হাওড়ার জগদীশপুরে ১৭৫ কোটি টাকা বিনিয়োগ একটি সুতো তৈরির কারখানা চালু করবে আরও একটি সংস্থা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, সোদপুর এবং গুড়াপে বস্ত্রশিল্প স্থাপনে আরও প্রায় ৫৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসতে চলেছে বলে জানা গিয়েছে। বাণিজ্য সম্মেলনেই এই সমস্ত বিনিয়োগের ঘোষণা হবে। সম্প্রতি, West Bengal Textile Incentive Scheme (2022) Modified চালু করার সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এরও ঘোষণা হবে আসন্ন বাণিজ্য সম্মেলনে।

Advertisement
Tags :
Advertisement