For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

নরেন্দ্রপুর থেকে মাও নেতাকে গ্রেপ্তার করল এসটি এফ

08:21 PM Feb 07, 2024 IST | Subrata Roy
নরেন্দ্রপুর থেকে মাও নেতাকে গ্রেপ্তার করল এসটি এফ
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর: ফের শহরতলী থেকে এক মাওবাদী নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হল এসটিএফ। পুলিশ সূত্রে খবর সম্প্রতি এস টিএফ(STF) এর হাতে গ্রেপ্তার হয় মাওবাদী (Maoist)নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদা। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধীরে ধীরে ধৃত সব্যসাচী খরদা, সোদপুর, পানিহাটি ,নরেন্দ্রপুর এসব এলাকায় মাওবাদীদের সংগঠন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সব্যসাচীর জবানবন্দী অনুযায়ী এসটিএফ নরেন্দ্রপুর(Narendrapur) এলাকায় জাল পাততে শুরু করে।

Advertisement

সেই জালে মঙ্গলবার নরেন্দ্রপুর -এ আরো এক মাওবাদী নেতা সঞ্জয় মন্ডল (৪৩) গ্রেপ্তার হয়। ধৃত সঞ্জয়ের বাড়ি বারুইপুর থানা এলাকার চন্ডিপুর গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১, ১২১ এ, ১২২, ১৩৩, ১২০ বি ও ১৬,১৭, ১৮,১৮ এ, ২০, ইউএপি এ অ্যাক্ট ২৫ এ এ/২৫ ও বেআইনি অস্ত্র রাখার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে বুধবার মুখ্য সিটি সেশন আদালতে হাজির করলে বিচারপতি তাকে তদন্তের স্বার্থে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসটিএফ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

প্রথমে সব্যসাচী এবং পরে সঞ্জয় মন্ডল এর গ্রেপ্তারের পর এই শহরের আর কোথাও কোন স্পটে মাও সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লুকিয়ে আছে কিনা তা জানতে তৎপর হয়ে উঠেছে এসটিএফ। শহরের বুকে মাওসংগঠনের কার্যকলাপ রুখতে সোর্স নেটওয়ার্ক মজবুত করছে এস টি এফ।

Advertisement
Tags :
Advertisement