OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

প্রকৃতিও পদ্মের বিরুদ্ধে, উড়তেই পারছে না শাহের চপার

খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দর থেকে শাহকে নিয়ে চপার উড়তেই পারছে না পাহাড়ের উদ্দেশ্যে। হিমালয়ও আর চাইছে না পদ্ম ফুটক পাহাড়ে।
12:50 PM Apr 21, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোটগ্রহণের পালা। ইতিমধ্যেই গত শুক্রবার বা ১৯ এপ্রিল দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়ে গিয়েছে। বাংলাতেও সেদিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল দেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন রয়েছে। সেদিন দেশের ৮৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে বাংলার(Bengal) ৩টি লোকসভা কেন্দ্রও আছে। এই ৩ কেন্দ্র হল – দার্জিলিং(Darjeeling Constituency), রায়গঞ্জ ও বালুরঘাট। এদের মধ্যে দার্জিলিং আসনটিই এ রাজ্যে সব থেকে বেশি দিন বিজেপির(BJP) দখলে আছে। সেই দার্জিলিং কেন্দ্রেই এদিন সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah)। কিন্তু এদিন অর্থাৎ রবিবার শুরুতেই প্রকৃতি বেঁকে বসেছে সেই প্রচারের জন্য। খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দর থেকে শাহকে নিয়ে চপার উড়তেই পারছে না পাহাড়ের উদ্দেশ্যে।

এদিন দার্জিলিঙের লেবংয়ের গোর্খা মাঠে জনসভা করার কথা শাহের। তিনি গতকাল রাতেই দিল্লি থেকে চলে এসেছেন শিলিগুড়িতে। রাতে হোটেলে ছিলেন। এদিন সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে করে তাঁর দার্জিলিংয়ে যাওয়ার কথা। সকাল ১১টা থেকে ছিল সেই সভা। শাহের সভায় দার্জিলিঙের গোর্খা মাঠে জনসমাগমও হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে অপেক্ষা করে আছেন জনগণ। সকাল ১০টা থেকেই তাঁরা সভাস্থলে বসে রয়েছেন। কিন্তু দার্জিলিঙে পৌঁছতে পারেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে আছেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের পদ্মপ্রার্থী রাজু বিস্তার সমর্থনে এদিনের সভা করার কথা শাহের। কিন্তু প্রকৃতি যেভাবে বিরূপ হয়েছে তাতে শেষ পর্যন্ত এই সভা না বাতিল করে দিতে হয় শাহকে। অন্তত এখন এমন জল্পনাই ছড়িয়েছে পদ্মশিবিরে। গত শুক্রবার বাংলার যে ৩ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে, সেই ৩ কেন্দ্রই এখন বিজেপির দখলে আছে। কিন্তু সেদিন ওই ৩ কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ। এই বিপুল অঙ্কের ভোট গেরুয়া শিবিরের চিন্তার কারণ হয়ে উঠেছে।

এই অবস্থায় আগামী শুক্রবার যে ৩ কেন্দ্রে ভোট রয়েছে সেই ৩ কেন্দ্রে জয়ের মুখ দেখতে চাইছে পদ্মশিবির। বিশেষ করে দার্জিলিং কেন্দ্রটি বিজেপি যেন তেন প্রকারণে হোক এবার ধরে রাখতে চাইছে। কেননা সেই ২০০৯ সাল থেকে এই কেন্দ্র বিজেপির দখলে আছে। এদিন রাজুকে জেতাতে শাহ লেবং গোর্খা স্টেডিয়ামে বক্তব্য রাখবেন। তিনি হেলিকপ্টারে লেবং আর্মি গ্রাউন্ডে গিয়ে সেখান থেকে সড়ক পথে যাবেন স্টেডিয়ামে। কিন্তু প্রকৃতি যে বিরূপ অবস্থা তাতে দার্জিলিং অবধি পৌঁছাতেই পারছে না শাহের চপার। গোটা ঘটনা দেখে তৃণমূল শিবিরের কটাক্ষ, মানুষ যে আর বিজেপিকে চাইছে না সেটা গত শুক্রবারই বোঝা গিয়েছে। তৃণমূল ওই ৩ কেন্দ্রেই জিততে চলেছে। আর এদিন বোঝা গেল প্রকৃতিও চাইছে না বিজেপি জিতুক। তাই শাহের দার্জিলিং যাত্রায় বাধা দিয়ে দিল খোদ প্রকৃতি। হিমালয়ও আর চাইছে না পদ্ম ফুটক পাহাড়ে। খারাপ আবহাওয়ার কারণে অমিত শাহের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। লেবংয়ের হেলিপ্যাডে নামার কথা তাঁর। কিন্তু এখনও তিনি শিলিগুড়িতে আটকে। 

Tags :
Amit shahbengalBJPDarjeeling Constituency.Loksabha Election 2024
Next Article