For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পুলকারে দুর্ঘটনা রুখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য

08:09 PM Jun 21, 2024 IST | Mainak Das
পুলকারে দুর্ঘটনা রুখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য
Advertisement

নিজস্ব প্রতিনিধি : গরমের ছুটির পর খুলেছে স্কুল। অনেক সময়ই পুলকারে একাধিক দুর্ঘটনার খবর সামনে আসে। তবে এবার পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলকার ও বাসের জন্য এক গুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকার। গাড়িতে লোকেশন ট্র্যাকিং ডিভাইস বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য।

Advertisement

স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিবহণ, পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকরা বৈঠক করেন। সেই বৈঠকে অভিভাবকরাও হাজির ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্কুল পড়ুয়াদের জন্য থাকা বাসের বৈধ কাগজপত্র থাকা বাঞ্চনীয়। পাশাপাশি পুলকার ও বাসের নিয়মিত ফিটনেস টেস্ট ও লোকেশান ট্র্যাকিং ডিভাইস লাগানোও বাধ্যতামূলক। সেইসঙ্গে বাসের জানলা থেকে পড়ুয়ারা যাতে মাথা বের করতে না পারে, সেজন্য সুরক্ষিত দরজা, জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাঁচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা, সিটবেল্টের ব্যবস্থা, ফাস্ট এইড বক্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা বাঞ্চনীয় বলে জানানো হয়েছে। পুলকার বা বাসের ক্ষেত্রে বাণিজ্যিক গাড়িই ব্যবহার করতে হবে।

Advertisement

এখানেই শেষ নয়, পুলকার ও বাসের জন্য প্রতিটি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। জানা গিয়েছে, ওই ট্রান্সপোর্ট ম্যানেজারের কাজ হবে পরিবহণ দফতরের সঙ্গে যোগাযোগ রাখা। স্কুলের পরিবহণ সংক্রান্ত বিষয় তাঁকে দায়িত্ব নিতে হবে।

Advertisement
Tags :
Advertisement