OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে নিখিলকে আমেরিকার হাতে প্রত্যার্পণ চেক প্রজাতন্ত্রের

গত বছরের নভেম্বরে, মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা চেক প্রজাতন্ত্রে ২০২৩ সালের জুন মাসে গুপ্তাকে গ্রেফতার করেছিলেন। এবার শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় আনা হল।
12:32 PM Jun 17, 2024 IST | Susmita

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে গ্রেফতার করেছিল চেক প্রজাতন্ত্র। আর আমেরিকার নির্দেশেই বিদেশের মাটিতে গ্রেফতার হয়েছিলেন ৫২ বছর বয়সি নিখিল গুপ্ত। সেই মামলার তদন্তেই এবার নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় প্রত্যার্পণ করা হল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট রবিবার এ কথা জানিয়েছে। মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের একজন মুখপাত্র বলেছেন যে, বর্তমানে ব্রুকলিনের ফেডারেল মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী হিসেবে রয়েছেন নিখিল গুপ্ত। তাঁকে সোমবার নিম্ন ম্যানহাটনের আদালতে তোলা হবে। একটি বিবৃতিতে, মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে যে, নিখিল গুপ্ত (৫২) ভারত সরকারের একজন সহযোগী।

তিনি এবং তাঁর কয়েকজন সহযোগী মিলে নিউইয়র্ক সিটিতে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে সহায়তা করেছিল। গত বছরের নভেম্বরে, মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা চেক প্রজাতন্ত্রে ২০২৩ সালের জুন মাসে গুপ্তাকে গ্রেফতার করেছিলেন। এবার শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্তকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় আনা হল। পান্নুন হলেন একজন ভারত মনোনীত সন্ত্রাসী যিনি আমেরিকান এবং কানাডার নাগরিকত্ব ধারণ করেছেন। নভেম্বরের শুরুর দিকে, মার্কিন বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা এবং নিউইয়র্কে একজন নাগরিককে হত্যার ব্যর্থ পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পান্নুনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। বিচার বিভাগ আরও দাবি করেছে যে, ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগে একজন ভারতীয় সরকারী কর্মচারী (নাম সিসি-1), যাকে চিহ্নিত করা হয়নি, নিখিল গুপ্তা নামে একজন ভারতীয় নাগরিককে এই হত্যাকাণ্ড চালানোর জন্য হিটম্যান হিসেবে ভাড়া করা হয়েছিল।

গত বছরের শুরুতে, একজন ভারতীয় সরকারী কর্মচারী গুপ্তা সহ অন্যদের সঙ্গে এই কাজটি করে, নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক যিনি একজন রাজনৈতিক কর্মীকে হত্যার ষড়যন্ত্রের নির্দেশ দিয়েছিলেন। গুপ্ত সিসি-১ এর সহযোগী এবং সিসি-১ এর সঙ্গে তার যোগাযোগে আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। নিখিল গুপ্তর বিরুদ্ধে আরও অভিযোগ যে, CC-1 ভারত থেকে হত্যার ষড়যন্ত্র পরিচালনা করেছিল৷ CC-1-এর নির্দেশে, গুপ্তা অভিযোগ করে এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন যাকে তিনি অপরাধী সহযোগী বলে বিশ্বাস করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে, ড্রাগ এনফোর্সমেন্টের সঙ্গে কাজ করা একটি গোপন সূত্র ছিল৷ গুপ্তাকে একজন কথিত হিটম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যিনি ছিলেন ডিইএ আন্ডারকভার অফিসার। কথিত হিটম্যানকে বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা করার জন্য ১৫০০০ ডলারও দেন তিনি। আমেরিকার এহেন দাবির পর স্বাভাবিকভাভেই শোরগোল শুরু হয় ভারতে। নিখিলকে সব রকম আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে ভারত সরকার। উল্লেখ্য, পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে নিখিল গুপ্তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। চলতি বছরের ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। তার পর তাঁকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর বিচার চলছে।

Tags :
Accused In Alleged Plot To Kill Khalistani Terrorist PannunExtradited To US From Czech Republicnikhil gupta
Next Article