For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘দলের মধ্যে একতা নেই, ছন্নছাড়া টিম', বাবরদের বিঁধলেন পাক কোচ

05:42 PM Jun 17, 2024 IST | Sundeep
‘দলের মধ্যে একতা নেই  ছন্নছাড়া টিম   বাবরদের বিঁধলেন পাক কোচ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর দলের শোচনীয় বিপর্যয়ের জন্য বাবর আজম-শাহিন আফ্রিদিদের মধ্যে একতার অভাব ও ফিটনেসের ঘাটতিকে দায়ী করেছেন পাক কোচ গ্যারি কারস্টেন। শুধু তাই নয়, টি টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পরে দলের খোলনলচে পুরোদমে পাল্টানোরও ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বিশ্বকাপে বাবর আজমদের পারফরম্যান্সে যথেষ্টই হতাশ ও বিরক্ত পাকিস্তানের প্রধান কোচ। শাহিন আফ্রিদি-ফখর জামানদের বিরুদ্ধে বোমা ফাটিয়ে তিনি বলেছেন, বিশ্বের অনেক দলের সঙ্গেই কোচ হিসাবে কাজ করেছি। কিন্তু এমন ছন্নছাড়া দল আগে কখনই দেখিনি। দলের মধ্যে কোনও একতা ছিল না। সবাই নিজেকে অন্যের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। দেখে মনেই হয়নি, এটা একটা টিম।’ মহম্মদ রিজওয়ান-বাবর আজমদের ফিটনেস নিয়েও রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন কারস্টেন। তাঁর কথায়, ‘দলটার মধ্যে কোনও ফিটনেস নেই। ফিটনেস বাড়ানোর কোনও চেষ্টাও নেই। কে কোন শট খেলবে, তাই জানে না। ক্রিজে গিয়ে যে কোনও শট খেলে দায়িত্বজ্ঞানহীনের মতো সাজঘরে ফিরেছে।’

Advertisement

সূত্রের খবর, প্রধান কোচ হিসাবে দলে শৃঙ্খলা ফেরানো এবং যোগ্যদের ঠাঁই দেওয়ার উপরেও বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারস্টেন। ইতিমধ্যেই বাবর আজমদের দলের প্রত্যেককে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘যারা নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে পারবে, তারাই দলে থাকবে। বাকিদের দল থেকে বিদায় নিতে হবে। যিনি যত বড় খেলোয়াড়ই হোন না কেন, কাউকে আর রেয়াত করা হবে না।’

Advertisement
Tags :
Advertisement